██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রবিনসনকে ধুয়ে দিলেন অজি কিংবদন্তিরা

অ্যাশেজের একটা ম্যাচ শেষ হতেই জমে উঠেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক-বর্তমান ক্রিকেটারদের কথার লড়াই।

রবিনসনকে ধুয়ে দিলেন অজি কিংবদন্তিরা
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-06-22T21:37:25+06:00

আপডেট হয়েছে - 2023-06-22T21:37:46+06:00

ঘটনার শুরু উসমান খাজা ও ওলি রবিনসনের মধ্যকার বাদানুবাদ নিয়ে। বাদানুবাদ বললে ভুল হবে, অশালীন ভাষা থেকে শুরু করে খোঁচা দেওয়া- সবই করেছেন রবিনসন। তবে খাজা নরম সুরেই স্বল্প কথায় তা এড়িয়ে গেছেন। খাজা কিছু না বললেও অজি কিংবদন্তিরা রবিনসনকে ছেড়ে দেননি।

গিলক্রিস্ট, রবিনসন ও হেইডেন

অ্যাডাম গিলক্রিস, ম্যাথু হেইডেনের মতো কিংবদন্তি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ওলি রবিনসনকে ধুয়ে দিচ্ছেন খাজার সাথে বাদানুবাদে জড়ানোর চেষ্টা করা ও অশালীন ভাষ্য ব্যবহারের জন্য। গিলক্রিস্ট তো সরাসরিই বলেছেন, খাজার সাথে ঝামেলা বাধানোর চেষ্টা করে এখন অস্ট্রেলিয়ার জনগণের এক নম্বর শত্রুতে পরিণত হয়েছে রবিনসন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

গিলক্রিস্ট বলেন, "ওলি রবিনসন এখন অস্ট্রেলিয়ার জনসাধারণের শত্রু নং ১, অস্ট্রেলিয়া ম্যাচ জেতার আগে থেকেই। ড্রেসিং রুমে অজিরা তাদের সতীর্থ উজির (খাজা) জন্য ঠিকই আওয়াজ তুলতো, কিন্তু তারা প্রকাশ্যে এসে কিছু বলেননি। তারা মাঠে আগুনের সাথে আগুনের সাথে লড়াই করে।"

ওদিকে ম্যাথু হেইডেন তো আরো আক্রমণাত্মক। তিনি যেন রবিনসনকে বোলারদের কাতারেই ধরলেন না। রবিনসনের বোলিং স্পিড নিয়েও তাচ্ছিল্য করেছেন হেইডেন।

হেইডেন বলেন, "সে একজন ভুলে যাওয়ার মতো ক্রিকেটার। সে এমন একজন ফাস্ট বোলার যে কিনা ঘণ্টায় ১২৪ কিমি গতিতে বল করে। তার মতো কেউ, আপনি কেবল যেতে পারেন, 'ভাই, আমি আপনার কাছে আসছি'। ডেভিড ওয়ার্নারও তা করতে পারে, ঠিক আছে। তিনি শুধু বলতে পারেন, আপনি ১২০ কিমি গতিতে বল করছেন।"

এজবাস্টন টেস্টে শেষ ওভারে দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ জয়ের পর থেকেই রবিনসনের ওপর চড়াও হয়েছেন অজিরা।

খেলা শেষে স্লেজিংয়ের ব্যাপারে রবিনসন বলেছিলেন, "আপনি যখন এই মুহূর্তের উত্তাপে থাকবেন এবং আপনার অ্যাশেজের আবেগ থাকবে, তখন এটি ঘটতে পারে। আমরা সবাই রিকি পন্টিংকে দেখেছি, অন্যান্য অজিরাও আমাদের সাথে একই আচরণ করে। কিন্তু এবার তাদের বিরুদ্ধে হওয়ায় ভালোভাবে গ্রহণ করা হয়নি। এটি পেশাদার খেলা। আপনি যদি এটি মানতে না পারেন তবে আপনি কী মানবেন?"

পন্টিংকে টেনে আনার উত্তর পন্টিং নিজেই দিয়েছেন আইসিসির সাক্ষাৎকারে। পন্টিং বলেন, "তাকে কিছু কথা বলার ছিল - আমি বলতে চাচ্ছি যে সে এতে আমার নামও এনেছে, যা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল কিন্তু আমার কাছে এটির কোনো প্রভাব নেই - সে যদি আমার কথা ভাবতে বসে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ১৫ বছর আগে আমি যা করেছিলাম তা নিয়ে যদি সে চিন্তিত থাকে...।"

রবিনসনকে কিছুটা তাচ্ছিল্যের সুরেই পন্টিং আরো যোগ করেন, "সে খুব দ্রুত শিখবে যে আপনি যদি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে কথা বলতে যাচ্ছেন, তবে আপনি আপনার দক্ষতার সাথে এটিকে ব্যাক আপ করতে সক্ষম হবেন।"



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.