রোচ একজন ট্রু চ্যাম্পিয়ন, ট্রু লিডার : ব্র্যাথওয়েট
ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের নেতা রোচ।

রোচ একজন ট্রু চ্যাম্পিয়ন, ট্রু লিডার : ব্র্যাথওয়েট
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-27T02:45:28+06:00
আপডেট হয়েছে - 2024-11-27T02:45:28+06:00
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৮ সালে। এত বছর পরে ৩৬ বছর বয়সে এসেও বীরদর্পে খেলা চালিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। পেস আর সুইংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন নিয়মিতই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেমার রোচ। ছবি : গেটি ইমেজসসর্বশেষ অ্যান্টিগা টেস্টেও বাংলাদেশের ব্যাটারদের
বেশ ভালোভাবেই ভুগিয়েছেন রোচ। তার দারুণ সুইং আর গতির নাচনে চোখের পানি আর নাকের
পানি এক হয়েছে টাইগার ব্যাটারদের। সেই সাথে দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হিসেবে
বাকিদের গড়ে তোলার কাজটাও দারুণভাবে করেছেন রোচ। সব মিলিয়ে ক্যারিবিয়ান পেস ইউনিট
এখন দারুণ ক্ষুরধার, দারুণ শক্তিশালী। এসবের পেছনে রোচের বড় কৃতিত্ব দেখছেন ওয়েস্ট
ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
অ্যান্টিগা টেস্ট শেষে ব্র্যাথওয়েট বলেন, ‘লেন্থ ধরে রেখে আমরা বল করতে চেয়েছি। সাথে আগ্রাসন ছিল লম্বা সময়। শুরুর দিকে আমরা ১ উইকেট নিয়েছি মনে হয়। তবে অনেক ডট বল করেছি সেটাই হয়ত উইকেট এনে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা ফাস্ট হয়েছে বেশি সাহায্য করেছে। কেমার নেতৃত্ব দিয়েছে। সে একজন ট্রু চ্যাম্পিয়ন, ট্রু লিডার। উইকেট না পেলেও সে লিডার। দারুণভাবে তরুণ পেসারদের গড়ে তুলছে সে।’
পেসারদের নিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক আরও বলেছেন, ‘দারুণ ছিল তারা। কেমার রোচ লিডার এই বোলিং ইউনিটে। মাঠ এবং মাঠের বাইরে। দারুণ লেগেছে তাদের বোলিং। শৃঙ্খলার সাথে আগ্রাসনের ভালো মিশ্রণ ছিল তাদের মাঝে। এগুলো টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ। লেন্থ ধরে রেখে বল করে উইকেট তুলেছে তারা। দক্ষতাও দারুণ ছিল, ভবিষ্যতও উজ্জ্বল।’
অ্যান্টিগা টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ তোলে ৯ উইকেট হারিয়ে ২৬৯। পরে ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৫২ রানে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুঁটিয়ে গেছে মাত্র ১৩২ রানে। ম্যাচটা ২০১ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
কেমার রোচ। ছবি : গেটি ইমেজসম্যাচে ২০১ রানের এমন বিশাল জয়ের পেছনে প্রথম ইনিংসে
বড় রানের কৃতিত্ব দেখছেন ব্র্যাথওয়েট। তার মতে, ‘আসলে আমরা আগে ব্যাট করে ৪০০+ রান
তুলেছি। এটা আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে হয়। অ্যান্টিগাতে আসলে পেসাররা
সাহায্য পায়। শুরুর দুই সেশনে পিচ অনেক স্লো ছিল। শুরুর জায়গা থেকে বড় ফিফটি, গ্রিভসের সেঞ্চুরি মিলে আমরা ভালো জায়গায় চলে যাই যার ফলে ম্যাচটাও জিততে
পেরেছি।’
এছাড়া মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে সমর্থন জানাতে আসা দর্শকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি ব্র্যাথওয়েট। তিনি জানান, ‘দারুণভাবে তারা সমর্থন দিচ্ছে। তারা সবসময় টেস্ট ম্যাচে সমর্থন দিতে চলে আসে। ক্যারিবিয়ানে এমন অনেক সাপোর্টার রয়েছে। হ্যাঁ আমরা হয়ত এক নম্বর টেস্ট দল নই। তবে দর্শকদের এমন বিশ্বাস এবং সমর্থন আমাদের বেশ চাঙ্গা করে। আশা করব আরও বেশি দর্শক মাঠে আসবে সামনে। দারুণ লেগেছে তাদের দেখতে। ম্যাচ জিততে থাকলে এটা বাড়বে। তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি।’
প্রথম ম্যাচে এমন দাপুটে জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩০ নভেম্বর, জ্যামাইকাতে। সেই ম্যাচেও বাংলাদেশকে হারাতে পারলে টাইগারদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।