শুরুর দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল : লিটন
উইকেটের কারণেই শুরুতে ধীরে আগাচ্ছিলেন লিটন এবং তামিম।

শুরুর দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল : লিটন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-20T23:07:23+06:00
আপডেট হয়েছে - 2023-03-20T23:07:23+06:00
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। যার ফলে আগে ব্যাট করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও ম্যাচ জিততে পারেনি টাইগাররা। পরিত্যক্ত হয়েছে ম্যাচ।
অসাধারণ এক ফিফটি হাঁকিয়েছেন লিটন। ছবিঃ বিডিক্রিকটাইম
আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই দেখা যাচ্ছে টাইগারদের দাপট। তবে ব্যাটিংয়ে শুরুর দিকে যেন কিছুটা ধীরে চলো নীতিতে আগাচ্ছে টাইগাররা। তামিম ইকবাল এবং লিটন দাস শুরুতে একটু দেখে খেলছেন। তবে এমন সাবধানী ব্যাটিংয়ের কারণটা এবার খোলাসা করলেন লিটন। তার মতে, শুরুর দিকে উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। এমন উইকেটে খেলে বিদেশে খেলার মত স্বাদও পাওয়া গেছে বলে জানিয়েছেন লিটন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন, ‘শুরুর দিকে ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম যেখানে মনে হল যেন বিদেশে ক্রিকেট খেলছি। এখন যে খুব শীত তাও না। বাট গ্রীষ্মের মধ্যে বল এভাবে মুভ করছে। গত ১ দিনের বৃষ্টির কারণে তারা হয়ত কিছুটা সুবিধা পেয়েছে। খুবই চ্যালেঞ্জিং ছিল।’
৭১ বলে ৭০ রান করা লিটন আরেকটু খেললে হয়ত পেয়ে যেতে পারতেন সেঞ্চুরিটা। তবে সেঞ্চুরি মিস করলেও কোনো আক্ষেপ নেই লিটনের। তিনি বলেন, ‘আক্ষেপ না (সেঞ্চুরি মিসের ব্যাপার)। (সেঞ্চুরিটা) করতে পারলে ভালো হত। শুধু সেঞ্চুরি না আরও বড় কিছুও করা যেত। তাও এটা খেলারই অংশ।’
অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। ছবিঃ বিডিক্রিকটাইম
তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশ ভালো খেলেছেন আইরিশদের বিপক্ষে। ৭৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। লিটনের মত সেঞ্চুরিটা ছুঁতে পারেননি তিনিও। দুজনের ইনিংস নিয়েই লিটন বলেন, ‘আসলে প্রতিটি ব্যাটারই যখন মাঠে যায় বিশেষ করে শীর্ষ চারে যারা খেলে তাদের লক্ষ্য থাকে শেষপর্যন্ত নটআউট থাকা। নটআউট থাকলে ১০০, ১৫০ ও হয়ে যায়। এখনকার ক্রিকেটে ২০০ তো অহরহই হচ্ছে। সেঞ্চুরির ক্ষেত্রে আক্ষেপ থাকে কিন্তু সেঞ্চুরি আসলে শুধু একটি কাউন্ট। আমার মনে হয়ে আমি এবং শান্ত যদি ৪০-৪৫ ওভার পর্যন্ত খেলতে পারতাম তাহলে ১৫০, ১৬০-৮০ ও হয়ে যেতে পারত। এটা হয়। এরকম ঘটেই। আমার (আউটটি) হয়ত সফট ডিসমিসাল। তবে শান্তর আউটটি দুর্ভাগ্যজনক। এমন আউট হলে আসলে কিছু করার থাকে না।’
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী ২৩ মার্চ আড়াইটায় মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।