শেষ ইনিংসে কায়েস আউট '১' রানে, পরাজয়ের শঙ্কায় খুলনা

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-17T19:43:02+06:00
আপডেট হয়েছে - 2024-11-17T19:43:02+06:00
ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না বামহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। এ টপ অর্ডার ব্যাটার নিজের শেষ ইনিংসে আউট হয়েছেন মাত্র ১ রানে। ইমরুল কায়েসের মতো ব্যর্থতার বৃত্তে ছিলেন খুলনা বিভাগের বাকিরাও। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গিয়েছে মাত্র ৯১ রানে।
মিরপুরে দ্বিতীয় দিন আরিফুল ও তাইবুর মিলে শুরুর সময়টা ভালোভাবেই কাটান। দলীয় ১৩৫ রানের মাথায় আল-আমিনের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা কায়েসের হাতে ক্যাচ দেন তাইবুর। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ২৫ রানে শেষ ৬ উইকেট হারায় ঢাকা বিভাগ। সর্বোচ্চ স্কোরার আরিফুল করেন ৬২ রান। ১৬০ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ১৭২ রান করা খুলনা পায় ১২ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে নেমে খুলনার ওপেনার এনামুল হক বিজয় থিতু হওয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ের দিকে এগিয়ে যান। সুমনের এক ওভারে হাঁকান চার-ছক্কা। সেই সুমনের বাউন্সারেই তুলে মারতে গিয়ে ক্যাচ দেন এনামুল, বিদায় নেন ১০ রান করে। তিনে ব্যাটিংয়ে নামেন কায়েস। শেষ ইনিংস খেলতে নামার সময় গার্ড অব অনার পান তিনি।
পরের ওভারেই পেসার এনামুলের বলে খোঁচা দেন কায়েস, ৩ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে। পরের বলেই অফ স্টাম্পের বাইরের বলে কিপারের হাতে ক্যাচ দেন মোহাম্মদ মিঠুন।
ঐ ওভারের পঞ্চম বলে ইনসুইংয়ে নাহিদুলকে এলবিডব্লিউ করেন এনামুল। মাত্র ২২ রানে ৪ রান উইকেট হারায় খুলনা বিভাগ। এরপর আর খুলনা বিভাগকে কেউ পথে ফেরাতে পারেনি। ৯১ রানে অলআউট হয়ে যায় খুলনা বিভাগ। তৃতীয় দিন ১০৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে ঢাকা বিভাগ।
১৩৮ ম্যাচে ২৪৮ ইনিংস ব্যাট করে ৭৯৪৭ রান নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানলেন কায়েস। লাল বলে তার সেঞ্চুরির সংখ্যা ২০ ও হাফ সেঞ্চুরির সংখ্যা ২৭।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।