'সকলের সাথে আলোচনা করেই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে'
বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিমের।

'সকলের সাথে আলোচনা করেই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে'
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-26T22:45:53+06:00
আপডেট হয়েছে - 2023-09-26T22:45:53+06:00
ঘোষণা করা হয়ে গেছে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। বহু নাটকীয়তার পর সেই স্কোয়াডে জায়গা মেলেনি তামিম ইকবালের। কিছুদিন আগেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্বে থাকা তামিমই যাচ্ছেন না বিশ্বকাপে।
বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিমের।
তামিমের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে বহু নাটকীয়তা হয়েছে। সর্বশেষ আফগানিস্তান সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম। পরে আবার প্রধানমন্ত্রীর ডাকে ফিরে আসেন ক্রিকেটে, তবে ছেড়ে দেন অধিনায়কত্ব। আর এবার তো বিশ্বকাপের স্কোয়াডেই জায়গা হল না তার।
স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে তামিমের না থাকার ব্যাপারে চোটকেই কারণ হিসেবে দেখিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘তামিম ইকবালের অনেকদিন ধরে কিন্তু ইঞ্জুরি কনসার্ন। এটা সবাই জানি, আপনারাও জানেন সে ইঞ্জুরির সাথে লড়াই করছে। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচের পরে আবার কমপ্লেন এসেছে। সবকিছু মিলিয়ে, সবকিছু বিবেচনা করেই কিন্তু তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সাথেও আলোচনা করা হয়েছে। বিশ্বকাপ কিন্তু অনেকদিনের ব্যাপার, অনেক ম্যাচ। গুরুত্বপূর্ণ ইভেন্ট। এসব চিন্তা করেই স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’
নান্নু আরও বলেন, ‘এখানে সার্বিকভাবে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের আপডেট দিয়েছে। আমরাও সবাই মিলে আলোচনা করেছি। এখানে এই না যে আলোচনা না করে না জেনে সিদ্ধান্ত নিয়েছি। সবারই এখানে আপডেট আছে তারপর সিদ্ধান্তটা নিয়েছি।’
তামিমের ব্যাপারে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। এর ফলেই রাখা হয়নি বিশ্বকাপের দলে, ‘দেখেন কিছু কিছু ইঞ্জুরি আছে যেখানে রিস্কে যাওয়া যায় না। কাউকে নিলে সে ইঞ্জুরিতে পড়লে তখন টিম ম্যানেজমেন্ট রিস্কে পড়ে যায়। নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু সে ৩য় ম্যাচে খেলেননি।’
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।