
‘৩০০’ টেস্ট উইকেটের মাইলফলক রাবাদার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-21T11:39:08+06:00
আপডেট হয়েছে - 2024-10-21T13:44:12+06:00
Bangladesh vs South Africa
Shere Bangla National Stadium, Mirpur

Bangladesh
106/10 (40.1) 307/10 (89.5)

South Africa
308/10 (88.4) 106/3 (22)
South Africa won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Kyle Verreynne (South Africa) |
টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। চলমান মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের উইকেটটি তুলে সাদা পোশাকে নিজের ৩০০তম উইকেটের দেখা পেলেন রাবাদা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশকে চেপে ধরেছেন প্রোটিয়া পেসাররা।
মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লড়ছে
বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিপাকে আছে বাংলাদেশ।
প্রথম সেশনেই হারিয়ে ফেলেছে বেশ কিছু উইকেট। এই প্রতিবেদন লেখার সময়ে ১৮ ওভারের
খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে বাংলাদেশ।
দলীয় ৪০ রানের মাথায় চতুর্থ উইকেটটি হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমকে বোল্ড করে দেন কাগিসো রাবাদা। এই উইকেটের মাধ্যমেই ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন প্রোটিয়া পেসার। এই মাইলফলকে পৌঁছাতে ৬৫ টেস্ট এবং ১১৭ ইনিংস লাগল রাবাদার। ৬ষ্ঠ দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন কাগিসো রাবাদা। বলের হিসাবে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন রাবাদা। ১১৮১৭ বলেই ৩০০ উইকেট স্পর্শ করলেন তিনি। এর চেয়ে কম বলে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ। আগের দ্রুততম ১২৬০৫ বল লেগেছিল পাকিস্তানের ওয়াকার ইউনিসের।
প্রোটিয়া পেসার রাবাদার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটাও মিরপুরেই। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে অভিষেক হয়েছিল রাবাদার। অভিষেকেই ওয়ানডেতে হ্যাটট্রিক করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। বহুদিন আবারও মিরপুরে বোলিং করছেন রাবাদা।
বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।