ওয়ানডের জ্বালানিতে চলবে টি-টোয়েন্টির রথ!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-07-31T20:00:41+06:00
আপডেট হয়েছে - 2018-07-31T20:00:41+06:00
ওয়ানডে সিরিজের দুর্দান্ত জয় বাংলাদেশ ক্রিকেট দলের পরিবেশ যেন আমূলে বদলে দিয়েছে। গত বছর শেষ হয়েছিল দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। এরপর চলতি বছর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট-ওয়ানডে-টি-২০ সিরিজ, নিদাহাস ট্রফি ও আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ব্যর্থতা যথারীতি টেস্ট সিরিজেও।

সেই ব্যর্থতার বৃত্ত ভেঙেছে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে। শুধু জয়ের কারণেই নয়, এই সিরিজ শিখিয়েছে ভিনদেশের মাটিতে বাংলাদেশের ভালো করার কৌশলও। আর তাই টি-২০ সিরিজকে সামনে রেখে ভালো করার জ্বালানি হয়েই কাজ করছে ওয়ানডে সিরিজের সাফল্য।
আর ওয়ানডের এই সাফল্য থেকে পাওয়া ‘জ্বালানি’-ই আত্মবিশ্বাস যোগাচ্ছে সাকিবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় টি-২০ সিরিজ শুরুর প্রাক্বালে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক বলেন, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী। এর কারণ আমরা ওডিআই সংস্করণে বেশ ভালো করলাম।’
ওয়ানডে সিরিজের এই জয় ছিল ৯ বছর পর বিদেশের মাটিতে টাইগারদের ট্রফি স্পর্শের উপলক্ষ্য। এই ভালো পারফরম্যান্স থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগবে বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে, এমনটাই প্রত্যাশা সাকিবের, ‘দেশের বাইরে ৯ বছর পর সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা কাজে আসবে টি-২০ সংস্করণে।’
তবে দুইবার বিশ্বকাপ জেতা উইন্ডিজ যে টি-২০’তে অনেক শক্তিশালী দল, সাকিব নির্দ্বিধায় মেনে নিলেন সেটিও, ‘আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এটা ওদের সবচেয়ে পছন্দের সংস্করণ।’
উইন্ডিজের মাটিতে কিংবা যুক্তরাষ্ট্রের (সিরিজের পরবর্তী দুই ম্যাচের ভেন্যু) কন্ডিশনে ভালো করা বাংলাদেশের জন্য চাট্টিখানি কথা নয়। তাই লড়াই হবে বাংলাদেশের জন্য কঠিন- সাকিব আগেই দিয়ে রাখলেন সতর্কবার্তা, ‘আমাদের জন্য কিছুটা কঠিন। তারপরও বিশ্বাস করি নিজেদের সেরা ক্রিকেটটা খেলে ওদের সঙ্গে সিরিজ জিততে পারব।’
আরও পড়ুন: মাঠে নামার আগে নির্ভার ব্র্যাথওয়েটরা