কন্যা সন্তানের বাবা হলেন সোহান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-08-07T21:37:13+06:00
আপডেট হয়েছে - 2019-08-07T21:38:49+06:00
উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান কন্যা সন্তানের বাবা হয়েছেন। বুধবার (৭ আগস্ট) সোহান ও লিসার ঘর আলো করে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। দুই বছর আগে ২৩ বছর বয়সে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার।

২০১৭ সালের জুন মাসে খুলনার স্থানীয় পাত্রী তাসনিম ইসলাম লিসার সাথে শুভ পরিণয় ঘটে সোহানের। লিসার সঙ্গে এই ক্রিকেটারের পরিচয় ছিল আগে থেকেই। তারা দুজন এক সাথে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়ালেখা করেছেন। মনের লেনাদেনা মূলত কলেজ জীবনেই হয়েছিল।




বিয়ের দুই বছর পর সুখের সংসারে তাদের কোলজুড়ে প্রথম সন্তান এলো। ২৫ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন সোহান।
জাতীয় ক্রিকেট নিয়মিত সু্যোগ পেয়ে ওঠা হয়নি সোহানের। তবে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশ এ দল, হাইপারফরম্যান্স ইউনিটের নিয়মিত মুখ খুলনার এই ক্রিকেটার। সেখানে যথেষ্ট সফল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক হিসাবেও গণ্য করা হয়।





জাতীয় দলের হয়ে মাত্র ১৪টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। যারমধ্যে ৩টি টেস্ট, ২টি একদিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টের ৬ ইনিংসে তার সংগ্রহ ১১৫ রান। ওডিআই এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ২ ও ৮ ইনিংসে সংগ্রহ করেছেন ৬৮ ও ৭৮ রান।
২০১৬ সালের ১৫ জানুয়ারি তার নিজ শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। তিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালের ১২ জুলাই
ের বিপক্ষে।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।