'আমি আমার জীবনধারা পরিবর্তন করেছি'

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-12-05T17:45:12+06:00
আপডেট হয়েছে - 2018-12-05T21:54:26+06:00
লম্বা ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের জাতীয় দলে এক সময়ে ফিনিশার খেতাব পাওয়া নাসির হোসেন। আট মাস পর ক্রিকেটে ফেরার জন্য নিজেকে তৈরী করছেন এই ক্রিকেটার।
[caption id="attachment_63399" align="aligncenter" width="761"]

[/caption]
চলতি বছর এপ্রিলে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন নাসির হোসেন। এরপর ফুটবল খেলতে গিয়ে ডানপায়ে গুরুতর চোট পান নাসির। রিপোর্টে দেখা যায়, ডানহাঁটুর লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে। যার ফলে ছিঁটকে যান ক্রিকেট থেকে। এরপর জুনে অস্ট্রেলিয়ায় করা হয় হাঁটুর অস্ত্রপচার।
প্রায় আট মাসের ইনজুরি ও পূর্নবাসন প্রক্রিয়া শেষ করে অবশেষে অনুশীলন শুরু করেছেন নাসির হোসেন। সম্প্রতি ডিবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে ইনজুরির সময়ের আক্ষেপের কথা জানান নাসির। তিনি বলেন, '
আপনি যদি ইনজুরির কথা বলেন ২০১৮ সাল কঠিন সময় ছিল। সত্য কথা বলতে, অনেক অসহায় মনে হতো। সেই সময়টা পাশে কেউ ছিল না। খারাপ সময়ে কেউ পাশে থাকেনা, এটাই স্বাভাবিক।'
এদিকে বর্তমান বাংলাদেশ জাতীয় দলে অনেক প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। নাসির এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় ফেরার আশা ব্যক্ত করেছেন,
'ভাগ্য সবসময় আমার বিপক্ষেই ছিল। ক্রিকেটে যেমন পরিশ্রমের দরকার আছে তেমনি ভাগ্যও লাগে। এটা বিশ্বাস করি, জাতীয় দল সবার জন্য উম্মুক্ত আছে। যতো বেশি প্রতিযোগিতা হবে, এটা বাংলাদেশ দলের জন্য ভালো।'
ক্রিকেটের বাইরে থাকলেও আলোচনায় ছিলেন নাসির। ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ায় নেতিবাচক বিষয়ে শিরোনামে ছিলেন এই ক্রিকেটার।
এসব থেকে শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন নাসির। পাশাপাশি জীবন ধারায় পরিবর্তন আনার কথাও বলেছেন এই ক্রিকেটার,
'এই ৮ মাসে আমি অনেককিছু শিখেছি। বলছি না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বা হজে যাবো; তবে আমি আমার জীবনধারা পরিবর্তন করেছি।'