জয়ের সুবাস পাচ্ছে 'এ' দল

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2019-10-10T17:32:49+06:00
আপডেট হয়েছে - 2019-10-10T17:56:25+06:00
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 'এ' দল। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহানের ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটি আজও বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারেই
ের উইকেট হারায় দলটি। ৫ রান করা সাইফকে আউট করেন ফার্নান্দো। তার বিদায়ে দলীয় ১৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। শুরুর ধাক্কার পর দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন নাইম ও শান্ত।





প্রতিপক্ষকে 'কাউন্টার-অ্যাটাক' করে দ্রুতগতিতে রান তুলতে থাকেন নাইম। ৮ চারে ৩৪ বল মোকাবেলায় করেন ৪৪ রান। দুর্ভাগ্যজনকভাবে এরপর মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার মাঠ ছাড়ার কিছুক্ষণ পর আউট হন শান্ত। দলীয় ৭৪ রানে শান্ত'র বিদায়ের ফলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের।
দ্রুততম সময়ে নাইম ও শান্ত'র বিদায়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করে এ চাপ সামাল দেন মিঠুন ও
ধ্রুব। ২ ছক্কায় ৩১ রান করে আফিফ আউট হলে বিচ্ছিন্ন হয় এ উইকেট জুটিরও। এরপর অধিনায়কের সাথে লড়াইয়ে যোগ দেন সোহান।





তাদের ব্যাটিং দৃঢ়তায় এ মুহূর্তে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময়, ৩৯ ওভার শেষে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। মিঠুন ৪৩ ও সোহান ব্যাট করছেন ২৪ রান নিয়ে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৬৬ বলে আরও ৫৭ রান।
এর আগে কলম্বোয় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশ। টস জয়ের পর শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মোহাম্মদ মিঠুন। সফরকারীদের আমন্ত্রণে সাড়া দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৬ রান করতে সক্ষম হয়
। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস। হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া আরেক ব্যাটসম্যান প্রিয়ামাল পেরেরা খেলেন ৫২ রানের ইনিংস।
সফরকারী বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি,
ও সানজামুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট লাভ করেন
রাহী, সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।