টস জিতে আগে ফিল্ডিংয়ে মুশফিক-কায়েসরা

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-09-28T09:14:13+06:00
আপডেট হয়েছে - 2021-09-28T09:47:05+06:00
এইচপি ও 'এ' দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন 'এ' দলের অধিনায়ক মুমিনুল হক। এই ম্যাচে 'এ' দলের হয়ে খেলছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন।
[caption id="attachment_145770" align="aligncenter" width="761"]

ফাইল ছবি[/caption]
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । 'এ' দল ও এইচপি দল। 'এ' দলের নেতৃত্বে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও এইচপি দলের নেতৃত্বে আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছেন আকরবের দল।
এ দলের পক্ষে খেলছেন মুশফিকুর রহিম। রুবেল হোসেন স্কোয়াডে থাকলেও একাদশে নেই তিনি। তাকে রাখা হয়েছে সুপার-সাব হিসেবে। একাদশে পেসার হিসেবে আছেন
ও কামরুল ইসলাম রাব্বি। আরও আছেন মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস,
, নাঈম হাসানরা। উইকেটরক্ষক হিসেবে আছেন ইরফান শুক্কুর।
এইচপি দলে খেলছেন বিশ্বকাপ স্কোয়াডের শামীম হোসেন পাটোয়ারি। বিশ্বকাপ সফরের স্ট্যান্ডবাই তালিকায় থাকা আমিনুল ইসলাম বিপ্লবও আছেন এইচপি একাদশে। এই একাদশে পেসার হিসেবে আছেন রেজাউর রহমান রাজা ও সুমন খান।
'এ' দলের একাদশ :
মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, নাজমুল হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম ও রুবেল হোসেন (সুপার-সাব)।
এইচপি একাদশ :
আকরব আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন,
, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
বাংলাদেশ 'এ' দল ও এইচপি দলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি সরাসরি দেখুন-
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।