টি-২০ র্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে কূলদ্বীপ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-02-11T16:47:03+06:00
আপডেট হয়েছে - 2019-02-11T16:47:03+06:00
আইসিসি টি-২০ র্যাংকিংয়ে নিজের সেরা অবস্থান অর্জন করেছেন ভারতীয় স্পিনার কূলদ্বীপ যাদব। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্যের পর টি-২০ সিরিজে খুব একটা ছড়ি ঘোরানোর সুযোগ পাননি। তবে ১ ম্যাচে ২টি উইকেট শিকার করেই তিনি উঠে এসেছেন টি-২০ ফরম্যাটে বোলারদের দ্বিতীয় স্থানে।

এর আগে তালিকার তৃতীয় স্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন কূলদ্বীপ। কূলদ্বীপ ছাড়াও শীর্ষ ১০ এ থাকা বোলারদের মধ্যে উত্থান ঘটেছে ইমাদ ওয়াসিম ও মিচেল স্যান্টানারের। ৫ ধাপ এগিয়ে ওয়াসিম চতুর্থ ও ৪ ধাপ এগিয়ে স্যান্টনার দশম স্থানে অবস্থান করছেন। আর অবনমন ঘটেছে শাদাব খান, আদিল রশিদ, ইশ সোধি ও ফাহিম আশরাফের। আফগান স্পিনার রশিদ খান যথারীতি রয়েছেন শীর্ষে।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ ১০ এ উন্নতি ঘটেছে গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা ও জেসন রয়ের। তালিকার প্রথম তিনটি স্থান যথারীতি বাবর আজম, কলিন মুনরো ও অ্যারোন ফিঞ্চের দখলে রয়েছে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
ি অলরাউন্ডার
রয়েছেন দ্বিতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদ।
একনজরে আইসিসি টি-২০ র্যাংকিং
দল:
১.
, ২. ভারত, ৩.
, ৪.
, ৫. অস্ট্রেলিয়া, ৬. নিউজিল্যান্ড, ৭. উইন্ডিজ, ৮.
, ৯.
, ১০. বাংলাদেশ।
ব্যাটসম্যান:
১. বাবর আজম, ২., কলিন মুনরো, ৩. অ্যারোন ফিঞ্চ, ৪. এভিন লুইস, ৫. গ্লেন ম্যাক্সওয়েল, ৬. ফখর জামান, ৭. রোহিত শর্মা, ৮. অ্যালেক্স হেলস, ৯. জেসন রয়, ১০. লোকেশ রাহুল।
বোলার:
১. রশিদ খান, ২. কূলদ্বীপ যাদব, ৩. শাদাব খান, ৪. ইমাদ ওয়াসিম, ৫. আদিল রশিদ, ৬. অ্যাডাম জাম্পা, ৭. সাকিব আল হাসান, ৮. ইশ সোধি, ৯. ফাহিম আশরাফ, ১০. মিচেল স্যান্টনার।
অলরাউন্ডার:
১. গ্লেন ম্যাক্সওয়েল, ২. সাকিব আল হাসান, ৩. মোহাম্মদ নবী, ৪. মাহমুদউল্লাহ রিয়াদ, ৫. থিসারা পেরেরা।