██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ডি কক-রাহুলের ইতিহাস গড়া ব্যাটিং, নাটকীয় জয়ে শেষ চারে লক্ষ্ণৌ

ডি কক-রাহুলের ইতিহাস গড়া ব্যাটিং, নাটকীয় জয়ে শেষ চারে লক্ষ্ণৌ
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2022-05-19T00:13:18+06:00

আপডেট হয়েছে - 2022-05-19T17:28:00+06:00

এমন ম্যাচ যেন কল্পনায়ও অসম্ভব! আইপিএলে দেখা গেল আসরের অন্যতম শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের ৬৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। হাই ভোল্টেজ এই ম্যাচে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্ণৌ জড়ো করে ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২ বলে ৩ রান প্রয়োজন ছিল কলকাতার, এমন পরিস্থিতি থেকে ২ রানে হেরে যায় দলটি।
[caption id="attachment_200778" align="aligncenter" width="793"]
ডি কক-রাহুলের ইতিহাস গড়া ব্যাটিং, নাটকীয় জয়ে শেষ চারে লক্ষ্ণৌ
এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে নবাগত দলটি।[/caption] ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। কুইন্টন ডি ককের সাথে ওপেনিংয়ে নেমে দারুণ শুরু পায় লক্ষ্ণৌ। একপর্যায়ে রাহুল দেখেশুনে খেলা শুরু করেন, অন্য প্রান্তে কলকাতার বোলারদের ওপর চড়াও হন ডি কক। একপর্যায়ে চার-ছক্কার পসরাই সাজিয়ে বসেন ডি কক। ৪০ বলে অর্ধশতক হাঁকানোর পর ৫৮ বলে পূর্ণ করেন শতক। শতকের পরও হাল ছাড়েননি। মোট ১০টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়ে মাত্র ৭০ বলে ১৪০ রান করে অপরাজিত থাকেন এই দক্ষিণ আফ্রিকান, যা আইপিএলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোর। আইপিএলের ইতিহাসের সেরা ওপেনিং জুটি গড়ে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলকে ২১০ রান এনে দেন ডি কক ও রাহুল। অধিনায়ক রাহুল ৩টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। কলকাতার বিপক্ষে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
  জয়ের লক্ষ্যে খেলতে নেমে কলকাতার শুরুটা ছিল দুঃস্বপ্নের মত। ৯ রানের মধ্যে ২ ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন নিতিশ রানা ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আন্দ্রে রাসেলের ১১ বলে ৫ রান করার দিনে লড়াই করেছেন স্যাম বিলিংসও। নিতিশ ২২ বলে ৪২, শ্রেয়াস ২৯ বলে ৫০ ও বিলিংস ২৪ বলে ৩৬ রান করেন। [caption id="attachment_200777" align="aligncenter" width="789"]
ডি কক-রাহুলের ইতিহাস গড়া ব্যাটিং, নাটকীয় জয়ে শেষ চারে লক্ষ্ণৌ
শেষ ওভারে খাদের কিনারা থেকে দলকে জয় এনে দেন স্টয়নিস।[/caption] শেষদিকে ম্যাচ কঠিন হয়ে ওঠে কলকাতার জন্য। ১৭তম ওভারে ক্রিজে নেমে তাণ্ডব শুরু করেন রিঙ্কু সিং। শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৫৫ রান, শেষ ওভারে যা ন্মে আসে ২১ রানে। মার্কাস স্টয়নিসের করা সেই ওভারের প্রথম ৩ বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে রিঙ্কু তুলে নেন ১৬ রান। পরের বলে দুইবার প্রান্ত বদল করেন। ২ বলে ৩ রান প্রয়োজন- এমন পরিস্থিতিতে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন এভিন লুইসের দুর্দান্ত প্রচেষ্টায়। ১৫ বলে ৪০ রান করা রিঙ্কু হাঁকান ২টি চার ও ৪টি ছক্কা। শেষ বলে উমেশ যাদব বোল্ড হয়ে গেলে ২ রানের শ্বাসরুদ্ধকর জয়ে প্লে-অফে ওঠে লক্ষ্ণৌ। এই পরাজয়ে আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা। লক্ষ্ণৌয়ের আগে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। বাকি দুটি জায়গার জন্য এখন লড়াই চলছে রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের মধ্যে। এর মধ্যে রাজস্থানের পয়েন্ট ১৬, দিল্লী ও ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৪ এবং হায়দরাবাদ ও পাঞ্জাবের পয়েন্ট ১২।
সংক্ষিপ্ত স্কোর
টস : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লক্ষ্ণৌ সুপার জায়ান্টস : ২১০/০ (২০ ওভার) ডি কক ১৪০*, রাহুল ৬৮* সাউদি ৫৭/০, রাসেল ৪৫/০ কলকাতা নাইট রাইডার্স : ২০৮/৮ (২০ ওভার) শ্রেয়াস ৫০, নিতিশ ৪২, রিঙ্কু ৪০ স্টয়নিস ২৩/৩, মহসিন ২০/৩ ফল : লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ রানে জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.