ডুলের বিশ্বকাপ স্কোয়াডে নেই তাসকিন, আছেন শফিউল

সৌমিক খান প্রান্ত ফিচার লেখক
প্রকাশিত হয়েছে - 2019-02-06T12:01:10+06:00
আপডেট হয়েছে - 2019-02-06T12:05:30+06:00
দরজায় কড়া নাড়ছে ২০১৯ বিশ্বকাপ। দলগুলোর হাতে বেশি সময় বাকি নেই। সবগুলো দলই নিজেদের স্কোয়াড গোছানো শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। দলগুলোর সেরা স্কোয়াড নিয়ে ভক্তদের মাঝে চলছে আলোচনা সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ।

ভক্তদের এই উত্তেজনায় বাড়তি আমেজ এনে দিতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ বিশ্বকাপ খেলুূড়ে দলগুলোর সেরা স্কোয়াড বাছাইয়ের জন্য তাদের ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে। অন্যান্য দলগুলোর মত
ের সেরা স্কোয়াড নিয়েও নিজেদের পছন্দ জাহির করেছেন ক্রিকবাজের ক্রিকেট বিশেষজ্ঞরা।
ের জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুলের পছন্দের বাংলাদেশ স্কোয়াডে দেখা গিয়েছে কিছুটা চমক। সাইমন ডুল তার পছন্দের স্কোয়াডে রাখেন নি তাসকিন আহমেদকে। তবে ডুলের স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে অনিয়মিত শফিউল ইসলাম ও ওয়ানডেতে অভিষেক না হওয়া বোলার নাইম হাসান। ডুলের মতে বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য অনেকটাই নির্ভর করবে
ের ভালো করার উপর। তামিম ভালো না করলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা কঠিন হবে। নিজের পছন্দের দলে বিতর্কিত ক্রিকেটার সাব্বিরকে টপ অর্ডারে দেখতে চেয়েছেন তিনি। মেহেদি হাসান মিরাজের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ডুল বলেন " আমার নজরে মেহেদি একজন অসাধারণ অলরাউন্ডার, সে বাংলাদেশের বিশ্বকাপ সফরে বড় ভূমিকা পালন করতে পারবে "।
সাইমন ডুল ও অপর ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলের পছন্দের স্কোয়াডে জায়গা না পেলেও জায়গা করে নিয়েছেন আরেক
ীয় ধারাভাষ্যকার গৌতম ভিমানির পছন্দের বাংলাদেশ স্কোয়াডে। গৌতম তার পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে পেসার শফিউল ইসলামের জায়গায় রেখেছেন তরুন তাসকিন আহমেদকে। নাইম হাসানের জায়গায় গৌতমের পছন্দ ইমরুল কায়েস।
বিশ্বকাপের জন্য সাইমন ডুলের পছন্দের বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল, সৌম্য সরকার ,
,
, মাহমুদউল্লাহ রিয়াদ,
, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, শফিউল ইসলাম , মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান,
।

বিশ্বকাপের জন্য গৌতম ভিমানীর পছন্দের বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস , মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ , মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ।