দেশে ফিরেছেন সাইফউদ্দিন, শীঘ্রই শুরু পুনর্বাসন

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-10-28T17:33:36+06:00
আপডেট হয়েছে - 2021-10-28T17:36:58+06:00
চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দেশে ফিরে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ দলের সঙ্গ ত্যাগ করে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশে পা রাখেন তিনি।
[caption id="attachment_177976" align="aligncenter" width="762"]

চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হল সাইফউদ্দিনকে।[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইম
কে জাতীয় দলের সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন সাইফুদ্দিন। বিকাল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
ের বিপক্ষে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাইফউদ্দিনের পুরোনো পিঠের চোট জেগে ওঠে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের পরিকল্পনা থেকে ছিটকে পড়েন তিনি।
সাইফউদ্দিনের চোটের ধরন পর্যবেক্ষণ করে তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। তাকে দেশে পাঠিয়ে তাই বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রুবেল হোসেনকে। সূত্র জানিয়েছে, বিশ্রাম শেষে শীঘ্রই পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন সাইফউদ্দিন।
[caption id="attachment_177977" align="aligncenter" width="752"]
বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ফেনীর এই ক্রিকেটার।[/caption]
দেশে ফেরা সাইফউদ্দিনের সামনে এবার দ্রুত নিজেকে ফিট করে তোলার চ্যালেঞ্জ। পুরোপুরি সেরে উঠতে তার কতদিন সময় লাগবে তা এখনও নিশ্চিত নয়। তবে চোটের কারণে পাকিস্তান সিরিজেও খেলার সম্ভাবনা ক্ষীণ।
এদিকে বিশ্বকাপের পাশাপাশি সাইফউদ্দিনকে আবুধাবি টি-টেন লিগ থেকেও ছিটকে ফেলেছে এই চোট। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স বিষয়টি নিশ্চিত করেছে।

more
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।