নাসুমকে আর দলে রাখতে চায় না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-04-12T21:55:59+06:00
আপডেট হয়েছে - 2022-04-12T21:58:37+06:00
বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে স্পর্শকাতর দুটি অভিযোগ তুলেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যে পারিশ্রমিক না পাওয়া ও করোনা পজিটিভ ক্রিকেটারের সাথে একই কক্ষে রাখার অভিযোগ নিয়ে ঝড় উঠেছে ক্রিকেট অঙ্গনে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
[caption id="attachment_189233" align="aligncenter" width="800"]

বিপিএলের গত দুই আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন নাসুম আহমেদ। ফাইল ছবি[/caption]
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান দাবি করেন, নাসুম দুটি বিষয়েরই ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। নাসুমের এমন আচরণে বিব্রত ও অবাক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
২০১৯ সালে নাসুমকে দলে ভিড়িয়ে ও একাদশে নিয়মিত সুযোগ দিয়ে চমক সৃষ্টি করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই বিপিএলের পারফরম্যান্সে নাসুম সুযোগ পান জাতীয় দলে। এ বছর নাসুমকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ায় চট্টগ্রাম। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি।
তবে নাসুম চট্টগ্রামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। তার দাবি, ফ্র্যাঞ্চাইজির অধীনে করোনা পজিটিভ এক ক্রিকেটারের সাথে একই রুমে থাকতে হয়েছিল। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন রিফাতুজ্জামান।
তিনি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'কেউ করোনা পজিটিভ হলে প্রথমেই আইসোলেটেড হয়ে যায়। সব খেলোয়াড় দলের আসার পর সবাই একসাথে ছিল। খেলা শুরুর আগে করোনা পরীক্ষায় জানা যায় নাসুমের রুমমেট পজিটিভ। রিপোর্ট আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন তাকে রুম পরিবর্তন করার জন্যও বলে দিয়েছে। নাসুম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমরা তো ঝুঁকি নিতে পারি না। সে তখন ঐ রুমে যায়নি। এটা বলল দেখলাম তাকে নাকি রাখা হয়নি। পরদিন নাসুমসহ দুইজনের আবার টেস্ট করি, তখন দুইজনই নেগেটিভ আছে। এরপর আবার টেস্ট করেনি। নেগেটিভ যখন এসেছে, তখন বুঝেছি এটা ফলস রিপোর্ট। ভয়ের কোনো কারণ দেখিনি।'
করোনা পজিটিভ ক্রিকেটারের সাথে জোর করে এক কক্ষে রাখার অভিযোগকে তাই মনগড়া গল্প মনে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির। রিফাতুজ্জামান বলেন,
'এগুলো মনগড়া গল্পের মত। তখনই তো ওর উচিৎ ছিল বিসিবিকে জানানো। আমরা সবই বিসিবিকে জানিয়েছি। ঐ ঘটনায় এরকম কিছু আমি দেখিনি। এ মুহূর্তে এটা তার গল্পের অংশ হয়ে গেছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা জরুরী।'
এদিকে নাসুম দাবি করেছেন, চুক্তির পুরো টাকা তিনি পাননি। যদিও রিফাতুজ্জামানের দাবি, তার পারিশ্রমিকের ট্যাক্স বাবদ যে টাকা কেটে রাখা হয়েছে, নাসুম চুক্তি বা প্রতিশ্রুতির বাইরে গিয়ে সেই টাকা দাবি করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কাছে।
তিনি বলেন,
'সে ট্যাক্সের টাকা পায়নি। সে চাচ্ছিল ট্যাক্সের টাকা যেন ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেয়। এটা তো চুক্তির অংশ ছিল না। এটা ব্যক্তিগত চাওয়া। বলেছিল- ফ্র্যাঞ্চাইজি তাকে এই সুবিধা দিলে সে কৃতজ্ঞ থাকবে। সে চাইতেই পারে। কিন্তু যা চুক্তিতে ছিল তা পেয়েছেন কি না এটা গুরুত্বপূর্ণ। বাইরের জিনিস তো আলাদা। আপনি স্ত্রীকে দলের সাথে রাখতে চান, এটা ব্যক্তিগত চাওয়া, চুক্তির অংশ না। এটা বাড়তি সুবিধা যা আপনি চাচ্ছেন। আপনাকে আলাদা রুমে দিলে আমাদের খরচ হচ্ছে, এগুলো পারস্পরিক সম্পর্ক থেকে আমরা দেই। যা আমাদের করে দেওয়ার মত থাকে, আমরা করে দেই।'
[caption id="attachment_189206" align="aligncenter" width="700"]

নাসুমকে আর দলে রাখতে চায় না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইল ছবি[/caption]
নাসুমের বড় মঞ্চে উঠে আসার পেছনে ভূমিকা আছে যে দাবি করে রিফাতুজ্জামান বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানালেন, ভবিষ্যতে নাসুমকে আর দলে নিতে চান না তারা।
তিনি বলেন,
'নাসুমকে প্রমোট করার জন্য ধাপে ধাপে আমরা কাজ করেছি। আমরা খুব অবাক হয়েছি। সে দুইটি অভিযোগ করেছে। আমরা বিসিবিকে বলেছি দুটি অভিযোগই তদন্ত করে যেন সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সেটাই অনুসরণ করব। এমন কিছুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যেকোনো চাহিদা চুক্তির আগে বলতে হয়। অনেক কষ্ট পেয়েছি, এটা বেদনাদায়ক ঘটনা। সে ভালো খেলোয়াড়। কিন্তু এমন মানসিকতার মানুষ দলে থাকলে এটা অন্য খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই পরেরবার আমরা বিপিএলে থাকলেও চেষ্টা করব তার জায়গায় বিকল্প কোনো খেলোয়াড়কে নেওয়ার।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।