নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন মাশরাফি

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-04-29T13:39:31+06:00
আপডেট হয়েছে - 2019-04-29T16:24:38+06:00
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সামনেই অপ্রত্যাশিত ঘটনার পর পর ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় গির্জা ও পাঁচতারা হোটেলে হামলা। স্বভাবতই বিশ্বকাপের নিরাপত্তা এখন অনেক বড় প্রসঙ্গ হয়ে উঠেছে। অবশ্য নিরাপত্তা নিয়ে তেমন চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।


নিউজিল্যান্ডের দুঃস্মৃতির প্রত্যক্ষদর্শী ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাই। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন তারা। তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টের আগের দিন ঘটে সেই হামলার ঘটনা। তৃতীয় টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছিল বাংলাদেশ। সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর স্থগিত করে দেওয়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফর। এমন অবস্থায় সবার মনে শঙ্কা জাগলেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে চান না মাশরাফি বিন মুর্তাজা।
মাশরাফি বিন মুর্তাজা বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।"আসলে আমার ক্ষেত্রে আমি একেবারে চিন্তিত নই। কারণ জন্ম মৃত্য আমার হাতে নাই। নিরাপত্তা নিয়েও অনেকে মারা যাচ্ছে। বিশ্বকাপে যেতে হবে, বিশ্বকাপ নিয়েই ভাবা উচিত। যারা নিরাপত্তা ব্যবস্থাপনা করবে তারা এটা নিয়ে ভাববে। আমাদের রিকোয়ারমেন্ট কিছু নাই। যেহেতু কিছু ঘটনা ঘটেছে আশা করি সবাই এ বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবে। আর একটা ব্যাপার, বিশ্বকাপে তো জোরদার নিরাপত্তা থাকবেই। বিশ্বকাপের মত টুর্নামেন্টে আমার মনে হয় না সমস্যা হবে না।
"অনেক সময় খেলোয়াড়রা বাইরে খেতে গেল কিংবা বাইরে গেল তখন কি হবে এটা বলতে পারছি না। । আশা করি ইনশাআল্লাহ ইংল্যান্ডে সমস্যা হবে না,"
যোগ করেন মাশরাফি বিন মুর্তাজা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।