প্রায় ১৬ বছর পর টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2022-01-09T05:12:09+06:00
আপডেট হয়েছে - 2022-01-09T05:39:08+06:00
দ্বিতীয় টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে বল করছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে নেই পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় ১৬ বছর পর টেস্টে এমন ঘটনার সাক্ষী হলো সফরকারীরা।
[caption id="attachment_79468" align="aligncenter" width="1024"]

, তা জানা গিয়েছিল আগেই। তবুও ছিল একটা আশা। শেষ মুহূর্তে যদি ঘটে কোনো অলৌকিক ঘটনা। ক্রাইস্টচার্চে হয়নি এমন কোনো নাটকীয়তা। টস জিতে যখন মুমিনুল বোলিং বেছে নিলেন, তখন জানা গেল খেলছেন না মুশফিক। অর্থাৎ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ!
প্রায় ১৬ বছর আগে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা। ঐবারই মাশরাফি মুর্তজা,
,
,
ও মাহমুদউল্লাহদের ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া ঐ টেস্টে ছিলেন না পঞ্চপাণ্ডবের কোনো সদস্য।
তারপর কেটে গেছে প্রায় ১৬টি বছর। এই সময়ে তারা হয়ে উঠেছেন বাংলাদেশের ভরসার পাত্র। নিজেদের ধারাবাহিকতার পুরষ্কার হিসেবে আধিপত্য বিস্তার করে তারা খেলেছেন তিন ফরম্যাটেই। চোট কিংবা অন্য কোনো কারণে কেউ একাদশের বাইরে গেলেও একসাথে বাইরে থাকা হয়নি ৫জনের।
[caption id="attachment_81601" align="aligncenter" width="718"]

টানা ১৬ বছর টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ছিল পঞ্চপাণ্ডব।[/caption]
টানা ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে চলেছে এমন ধারাবাহিকতা। এরপর টাইগারদের গত
সফরে অবসান ঘটে এই পথচলার। ২০২১ সালের বাংলাদেশের সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় ১৫ বছরের ইতিহাসে তাই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলেও টেস্টে অক্ষুন্ন ছিল তাদের কারো না কারো খেলার রেকর্ড।
অবশেষে আরও একটি নিউজিল্যান্ড সফর দিয়ে অবসান ঘটল এই ধারাবাহিকতারও। এই যাত্রায় টেস্টে থামল একাদশে পঞ্চপাণ্ডবের কারো না কারো খেলার ১৬ বছরের পথচলা।
ক্রাইস্টচার্চ টেস্টের বাংলাদেশ
একাদশ:
, নাঈম শেখ,
,
(অধিনায়ক), নুরুল হাসান সোহান,
(উইকেটরক্ষক),
চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ,
,
,
চৌধুরী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।