ফাইনালে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম!

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-09-23T23:29:01+06:00
আপডেট হয়েছে - 2019-09-23T23:43:44+06:00
বিশ্রামের কারণে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট থেকে দূরে থেকে গত কিছুদিন নিজের মত করে কাটিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান। রবিবার (২২ সেপ্টেম্বর) বিরতি কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। তবে আপত্তি জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে দল যেদিন ঢাকায় ফিরছে, তামিম সেদিন ফিরেছেন অনুশীলনে। তামিমের অনুপস্থিতিতে
টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে ৫ জন ওপেনারকে নিরীক্ষা করেও টপ অর্ডারের দুর্দশা কাটাতে পারেনি দল। তামিমের ব্যাট হাতে ফেরায় তাই স্বভাবতই তাকে ফাইনালে খেলার প্রস্তাব ছুঁড়ে দেওয়া হয়েছিল।





তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম। জানিয়েছেন, এই অল্প প্রস্তুতিতে ফাইনালে খেলতে চাইছেন না তিনি।
ইংরেজি দৈনিক
নিউ এজে
র এক প্রতিবেদনে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উদ্বৃতি দিয়ে বলা হয়,
‘আমরা তাকে ফাইনালে খেলার প্রস্তাব দিয়েছিলাম। মাত্র দুই-তিন দিন হল সে ব্যাট হাতে নিয়েছে। সে বলছে ক্রিকেটে ফেরার জন্য এটি যথেষ্ট নয়।’





দলের সাথে যোগ না দিলেও লম্বা বিরতি দিয়ে তামিমের ব্যাট হাতে নেওয়াই অবশ্য আপাতত ক্রিকেট অঙ্গনের স্বস্তির বিষয়। বিশ্রামে যাওয়ার আগে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তামিমের। সতীর্থ
ফর্মহীন ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে সতেজ হয়ে ফেরার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বোর্ডের কাছে বিশ্রাম চান তামিম। যদিও তাকে ছাড়া দলের ব্যাটিং অর্ডারের হাল খুব একটা স্বস্তিদায়ক নয়!
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।