মাঝপথে সূচির পরিবর্তনে হতাশ মাশরাফি

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-09-19T19:45:03+06:00
আপডেট হয়েছে - 2018-09-19T19:45:26+06:00
আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে গ্রুপ 'বি' এর চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর খেলতে নামত বাংলাদেশ। তবে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সুপার ফোরের সূচিতে বাংলাদেশ খেলবে গ্রুপ 'বি' এর রানার্স আপ হয়ে। গ্রুপের সেরা দুই দল নির্ধারণ হওয়ার আগেই এশিয়া কাপের সুপার ফোরের সূচি পরিবর্তন করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

মাঝপথে সূচির পরিবর্তনে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। সূচি পরিবর্তন হওয়ায় খেলার দিনক্ষণ আর গ্রুপের চ্যাম্পিয়ন না রানার্স আপ তার ওপর নির্ভর করছে না।
মাঝপথে নিয়মের এমন পরিবর্তন নিয়ে মাশরাফি বলেন,
" সূচি বদল নিয়ে চিন্তা করার সুযোগই পাইনি। তবে অবশ্যই এটা হতাশার। প্রথম থেকেই আমাদের পরিকল্পনায় ছিল যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাতে পারলে আমরা হয়ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাব। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব সুপার ফোরে। কিন্তু আজকে সকালে জানতে পেরেছি, আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতি আর হারি, আমরা ‘বি ২’ হয়ে গিয়েছি। এটা অবশ্যই হতাশার।"
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
কোনো পাগলও এমন খবরে ভালো প্রতিক্রিয়া দেখাবে না বলে মন্তব্য করেন মাশরাফি। তিনি বলেন,
"একজন পাগলও এটাতে ভালো প্রতিক্রিয়া দেখাবে না। আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে ম্যাচের আগের দিন আপনি শুনছেন যে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচের আগেই আমরা ‘বি ২', এটা অবশ্যই ঠিক না।"
আবু ধাবিতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যেই দুই দলের সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচের মূল আকর্ষণ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু আচমকা নিয়ম বদলে বাংলাদেশকে 'বি' গ্রুপের রানার্স আপ এবং আফগানিস্তানকে চ্যাম্পিয়ন ধরে সূচি তৈরি করায় এ ম্যাচের গুরুত্ব যেন আরও কমল। ২১ তারিখ সুপার ফোরের প্রথম ম্যাচে
ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফিও গুরুত্ব দিচ্ছেন ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচকেই।
তিনি বলেন,
"এখন সত্যি বলতে আফগানিস্তান ম্যাচ নিয়ে ভাবনা যতটুকু ছিল, সেটি তো আর নেই। ২১ তারিখের ম্যাচের পরিকল্পনাই বেশি করতে হচ্ছে। আবার একটা আন্তর্জাতিক ম্যাচ নিয়ে চিন্তা করব না, সেটাও হয় না। সব মিলিয়ে অস্থির অবস্থায় আছি আমরা। এখন ৫০-৫০ অবস্থায় আছি। ২১ তারিখের ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ।"
আরো পড়ুনঃ এশিয়া কাপের সুপার ফোরের সূচি চূড়ান্ত