"মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না!"

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-06-08T16:30:10+06:00
আপডেট হয়েছে - 2018-06-08T16:30:10+06:00
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই ক্রিকেটীয় ক্যালেন্ডারে
ের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের দেখা মিললেও সদ্য সমাপ্ত
সিরিজে আবারও মুখ থুবড়ে পড়েছে টাইগারদের পারফরম্যান্স।
[caption id="attachment_49501" align="aligncenter" width="744"]

ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
[/caption]
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার শেষ ম্যাচে ভালোই লড়াই করেছিল বাংলাদেশ। তবে শেষমেশ ১ রানের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে আক্ষেপ নিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের ব্যর্থতার কারণ হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক
দেখছেন মানসিক বাধা কাটিয়ে উঠতে না পারাকে।
বৃহস্পতিবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিবের অকপটে স্বীকার তাই এমন-
‘
আমরা এখনো মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না!
’
বিগত কয়েক বছরে বাংলাদেশ বেশ কয়েকটি ম্যাচ হেরেছে অন্তিম মুহূর্তে পৌঁছে। জয়ের এতো কাছ থেকে শূন্য হাতে ফেরা নির্দ্বিধায় হতাশার। সাকিব নিজেও জানেন না, কেন এমন হচ্ছে বারবার। তিনি বলেন,
‘
সত্যি বলতে কী
,
আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি নিজে অবশ্য কখনোই এই পরিস্থিতিতে পড়িনি। ব্যাটসম্যান কিংবা বোলাররাই ভালো বলতে পারবে এ সম্পর্কে (যারা ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন)।'
তবে তার ধারণা, এটি মানসিক সীমাবদ্ধতার ফসল,
'আমি মনে করি এটা মানসিক সীমাবদ্ধতা
,
বাধা। আমরা আজও মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না।
’
সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন,
‘
আমরা অতীতে অনেক জায়গাতেই দুর্দান্ত বোলিং
,
ফিল্ডিং কিংবা ব্যাটিং দিয়ে ম্যাচ জিতেছি। কিন্তু সেই শরীরী ভাষাটা এবার এখানে কারও মধ্যেই দেখতে পেলাম না।
যত ভালো বোলারই হোক
,
শেষ ওভারে দরকার ৯ রান। উইকেটে আছে দুজন সেট ব্যাটসম্যান। আমরা আশা করব
,
সেট ব্যাটসম্যানরা ৬ বলে ৯ রান তুলে নেবেন। তবে এটা বলে রাখছি
,
এর মানে কিন্তু নয় যে আমরা শেষ ওভারের ৯ রান তুলতে পারিনি দেখে ম্যাচটা হেরেছি।
’
আরও পড়ুনঃ শল্যবিদের ছুরির নিচে নাসির