██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মাশরাফি-ধোনিকে একই সুতোয় বাঁধলেন গৌতম ভিমানি

মাশরাফি-ধোনিকে একই সুতোয় বাঁধলেন গৌতম ভিমানি

প্রকাশিত হয়েছে - 2020-02-24T14:35:31+06:00

আপডেট হয়েছে - 2020-02-24T14:35:31+06:00

দুই দেশের দুই তারকা ক্রিকেটার। নিজ নিজ দেশের হয়ে অধিনায়কত্বে বেশ সুখ্যাতি আছে দুজনেরই। একজন মাশরাফি বিন মুর্তজা, আরেকজন মহেন্দ্র সিং ধোনি। দুজনের আন্তর্জাতিক ক্রিকেটেও চলছে গোধূলি লগ্ন। এই দুই ক্রিকেটারের পড়তি ক্যারিয়ার একই সুতোয় বাঁধলেন গৌতম ভিমানি।
মাশরাফি-ধোনিকে একই সুতোয় বাঁধলেন গৌতম ভিমানি
২০১৯ সালে হয়ে যাওয়া বিশ্বকাপের পর এখনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি মাশরাফি ও ধোনির। এই দুই ক্রিকেটারকে নিয়ে জল ঘোলাও কম হচ্ছে না। প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন তারা। অনেকেই তো এই দুই ক্রিকেটারের জাতীয় দলের অধ্যায়ের শেষ দেখে ফেলেছিলেন।
এই যেমন, প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই
ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ঘুরিয়ে ফিরিয়ে বা সরাসরিই জানিয়ে দেন, মাশরাফি চাইলে বেশ ঘটা করে তার বিদায়ের ব্যবস্থা করবে বোর্ড। তবে মাশরাফির কণ্ঠে ভিন্ন সুর, এখনো খেলে যেতে চান তিনি।
ের হয়ে খেলতে চান ধোনিও। তবে বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ককে ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, আইপিএলে পারফর্ম করার পরেই ধোনির ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ধোনির জন্য অপেক্ষার প্রহর বড় হলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মিলেছে মাশরাফির। তবে বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১ মার্চ থেকে শুরু হওয়া ৩ ম্যাচের এই সিরিজই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। এরপর খেলতে হলে অন্যান্য আর দশজন ক্রিকেটারের মতই নিজেকে প্রমাণ দিতে হবে মাশরাফিকে।
এমতাবস্থায় মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে পাওয়া গেল গৌতম ভিমানিকে। ক্রিকেট বিশ্লেষকের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবেও বেশ সুখ্যাতি আছে এ ভারতীয়র। সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে। এবারও এসেছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজে ধারাভাষ্য দিতে। সেখানেই ভিমানির সাথে কথা বলার এক ফাকে মাশরাফি আর ধোনির সম্পর্কে জানতে চাওয়া হলে এ দুই ক্রিকেটারকে একই সুতোয় বাঁধলেন গৌতম ভিমানি,
‘ভারতেও ধোনিকে নিয়ে এই প্রশ্ন লম্বা সময় ধরে উঠে আসছে কিন্তু কেউ এর উত্তর জানেনা। এটা আসলে ক্রিকেটারের ফিটনেসের উপর নির্ভর করে।’
অবসর ইস্যুতে এক টেবিলে বসে বোর্ডের আর মাশরাফির খোলামেলা আলোচনা করার মত দেন ভিমানি,
‘মাশরাফি বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটেরই আইকন হিসেবে খেলছে লম্বা সময় ধরে। আমি মনে করি সীমিত ওভারের খেলায় দলে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। আমি মনে করি এটা পারষ্পরিক যোগাযোগের বিষয়। বোর্ডের উচিৎ তার সাথে বসা। এবং বলা যে আমরা চাই তোমার অধিনায়ক হিসেবে এটিই শেষ সিরিজ হোক।’
‘আর আমরা তোমাকে বিদায়ী সংবর্ধনাও দিতে চাই। এরপর পুরোটা নির্ভর করবে মাশরাফির উপর। সে বলতে পারে যে হ্যা অধিনায়ক হিসেবে আমি শেষ সিরিজ খেলবো, তবে খেলা ছাড়বো পরে। ধোনির সাথেও বিসিসিআইয়ের কোনো যোগাযোগ নেই। রবি শাস্ত্রী অবশ্য বলেছে আইপিএলে ভালো খেললে বিশ্বকাপে সুযোগ থাকছে ধোনির। এখন সে আইপিএলে ভালো করলে খেলবে, ভালো খেলতে না পারলে থাকবেনা।’
সাথে যোগ করেন তিনি।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.