ম্যাচের আগে করোনা আক্রান্ত বিসিবির আম্পায়ার

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-11-28T13:45:40+06:00
আপডেট হয়েছে - 2020-11-28T17:45:58+06:00
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলী আরমান রাজন। আজ (শনিবার) রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। এজন্য জৈব সুরক্ষা বলতে ঢুকতে করোনা পরীক্ষা করান তিনি। সেই টেস্টে পজিটিভ ফলাফল এসেছে তার।
[caption id="attachment_143427" align="aligncenter" width="600"]

[/caption]
বঙ্গবন্ধু কাপ পরিচালনার জন্য সর্বমোট ১৮ জন আম্পায়ার ও ম্যাচ রেফারিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সাড়ে তিন সপ্তাহব্যাপী টুর্নামেন্টে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন ৬ জন। এছাড়া ১ম, ২য়, ৩য় ও ৪র্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১২ জন।
আজ প্রথমবারের মত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন আলী আরমান। রিজার্ভ আম্পায়ারের ভূমিকায় থাকার কথা ছিল তার। তবে করোনা পজিটিভ হওয়ায় তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে
বিডিক্রিকটাইম
কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,
‘উনি (আলী আরমান রাজন) আসলে এখনো আমাদের জৈব সুরক্ষা বলয়ের অংশ হননি। বায়ো বাবলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা উনার করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এসেছে।’
এদিকে পুরো টুর্নামেন্টটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হলেও বাড়তি নিরাপত্তার কথা ভেবে আগে থেকে আইসোলেশন সেন্টার প্রস্তুত রেখেছে বিসিবি। মিরপুরের অ্যাকাডেমি ভবনে করোনা আক্রান্তদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে আলী আরমান সেখানে থাকবেন কীনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দেবাশীষ।
দেবাশীষ বলেন, ‘
এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তার পজিটিভ ফলাফল এসেছে। এখন বাকিটা ওনার সিদ্ধান্ত। উনি যদি আমাদের অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে থাকতে চান, তবে সেখানে থাকতে পারেন।’
একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ পরিচালনার দায়িত্বে যারা-
ম্যাচ রেফারি :
সালিম শায়েদ, শওকত উর রহমান চিনু, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, দেবব্রত পাল ও
।
আম্পায়ার :
মাসুদুর রহমান মুকুল, মাহফুজুর রহমান লিটু, তানভির আহমেদ, শফিউদ্দিন আহমেদ বাবু, শরফদ্দৌলা ইবনে সৈকত, গাজী সোহেল, মোর্শেদ আলী খান সুমন,
আলী আরমান রাজন
, মোহাম্মদ সোহরাব হোসেন, আল মোহাম্মদ মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন ও মোজাহিদুজ্জামান স্বপন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।