রাব্বির অগ্নিঝরা বোলিং, ৮৬ রানে অলআউট সিলেট

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2019-10-12T10:32:06+06:00
আপডেট হয়েছে - 2019-10-12T10:33:05+06:00
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০ আসরের প্রথম রাউন্ডে পেসার কামরুল ইসলাম রাব্বির অগ্নিঝরা বোলিং। সিলেট বিভাগের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের (১৬.১-৫-২৪-৬) দেখা পেয়েছেন এ পেসার। তার বোলিং তোপে প্রথম ইনিংসে ৮৬ রানে অলআউট হয়েছে সিলেট।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাব্বি দ্বিতীয় দিন শেষ করেছিলেন দুই উইকেট নিয়ে। বরিশাল বিভাগের এ পেসার আজ সকালে লাভ করলেন আরও চার উইকেট। প্রথম শ্রেণি ক্যারিয়ারের এক ইনিংসে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট প্রাপ্তির দিনটা নিজের করে নিলেন তিনি।




জাকির হাসানকে বোল্ড করার মধ্য দিয়ে দিনের শুরু করেছিলেন রাব্বি। এরপর একে একে ফিরিয়েছেন জাকের আলি (০), শাহনুর রহমান (০) ও রেজাউর রহমানকে।
রানের খাতা খোলার আগে শাহনুরকে বোল্ড করে পাঁচ উইকেট প্রাপ্তির আনন্দে মাতেন রাব্বি। এরপর রেজাউরকে আউট করে সিলেটের ইনিংসে শেষ পেরেক ঠুকেন রাব্বি। একই সাথে মাতেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের আনন্দে।





রাব্বির পাশাপাশি আজ বল হাতে ঝলক নেখান নুরুজ্জামানও। মাত্র তিন ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট শিকারের বিপরীতে রান দেননি একটিও। অর্থাৎ, তিনটি ওভারই মেডেন নেন তিনি। রাব্বি ও নুরুজ্জামানের বোলিং তোপে নিজেদের মেলে ধরতে পারেনি সিলেটের ব্যাটসম্যানরা। যার ফলে ৮৬ রানেই থামে দলটির ইনিংস।
সিলেটের পক্ষে জাকির হাসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। এছাড়া অলক কাপালি ১৮ ও তৌহিদ খান ১৬ রান করেন। এ তিনজন ব্যতীত দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি দলটির আরও কোনো ব্যাটসম্যান।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।