সাকিবের ফেরা নিয়ে সবাই রোমাঞ্চিত : কায়েস

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-11-12T19:32:30+06:00
আপডেট হয়েছে - 2020-11-12T19:32:30+06:00
নিষেধাজ্ঞার কারণে এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান । বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থের সঙ্গে একই দল খেলতে মুখিয়ে আছেন ইমরুল কায়েস।

আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। সাকিবের ফেরা প্রসঙ্গে
কায়েস বলেন, "
সাকিব অবশ্যই আমার ভালো বন্ধু। আমরা লম্বা সময় ধরে জাতীয় দলে একসাথে খেলছি, প্রায় বারো বছর হয়ে গিয়েছে। ও চ্যাম্পিয়ন খেলোয়াড়। সাকিব এক বছর পর যেহেতু খেলতে নামবে, তার কাছে অনেক কিছুই হয়তো নতুন লাগবে। সাকিবের সাথে খেলতে সবাই খুব রোমাঞ্চিত হয়ে আছে।"
বিসিবি প্রেসিডেন্ট'স কাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কায়েস। ৫ ইনিংসে ৩৬.৫০ গড়ে ১৫৩ রান করেছিলেন তিনি, হাঁকিয়েছিলেন একটি অর্ধশতক। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস এ টুর্নামেন্টেও ধরে রাখতে চান তিনি। কায়েস বলেন, "
প্রেসিডেন্ট কাপের পারফরম্যান্সটা ভালোই ছিল। যখন যেভাবে খেলার দরকার ছিল দলের জন্য সেভাবেই খেলার চেষ্টা করেছিলাম। চেষ্টা করব ঐ আত্মবিশ্বাসটা বহন করার জন্য।"
দল সাজাতে গিয়ে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জেমকন খুলনা। 'এ' গ্রেডের দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। সাকিবের সাথে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দল নিয়ে কায়েস বলেন, "
আলহামদুলিল্লাহ, অনেক ব্যালেন্সড দল হয়েছে বলে আমি মনে করি। আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, ভালো কিছু করার সুযোগ থাকবে। অবশ্যই সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামে। আমাদেরও সেই লক্ষ্য থাকবে।"
জেমকন খুলনা :
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহিরুল ইসলাম।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।