সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-05-27T22:51:54+06:00
আপডেট হয়েছে - 2020-05-27T22:51:54+06:00
ইমরুল কায়েস নিজে একজন তারকা। তার নিজেরও কয়েকজন প্রিয় তারকা আছেন। বিডিক্রিকটাইমের সাথে আলাপচারিতায় সেসব তথ্য জানান ইমরুল। ভারতীয় অভিনেতা সালমান খান ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যারেন রল্টনের সাথে দেখা ও নৈশভোজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি।

আলাপচারিতার একসময় ইমরুলকে প্রশ্ন করা হয় একজন নারী ক্রিকেটারের সাথে নৈশভোজের সুযোগ মিললে কাকে বেছে নিবেন তিনি। তখন প্রায় দেড় দশক আগের এক গল্প শোনান এই বাঁহাতি ব্যাটসম্যান। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। সাথে ছিলেন আরও ক্রিকেটার। তখন তাদেরকে সাহায্য করতেন এক অজি নারী ক্রিকেটার।
ইমরুল জানান, সেসময় অস্ট্রেলিয়াতে তাদের বসবাসের স্থানের পাশেই থাকতেন সাবেক অজি ক্রিকেটার রল্টন। ২০ বছর বয়সী ইমরুলরা তখন অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ছিলেন। তাই তাদেরকে মাঠে নিয়ে যাওয়াসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রল্টন।
৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের ভাষায়,
'২০০৭ সালে আমরা একটা স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। তখন আমরা যে জায়গায় থাকতাম সেখানে অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক ছিলেন। তিনি আমাদেরকে প্রতিদিন তার গাড়িতে করে মাঠে নিয়ে যেত। উনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'ওখানে আমরা দুইজন বাংলাদেশি ছিলাম, দুই থেকে তিনজন ভারতীয় ছিল। তখন আমরা অনেক ছোট ছিলাম। উনি আমাদেরকে অনেক সাহায্য করতেন। কখনো যদি উনার সাথে দেখা হয় তাহলে তাকে বলবো, তার সাথে নৈশভোজ করতে চাই। তাই নারী ক্রিকেটারের সাথে নৈশভোজের সুযোগ হলে উনার সাথেই করব।'
এছাড়া তাকে আরেকটা প্রশ্ন করা হয়, বিনোদন জগতের কোনো নায়িকার সাথে তিনি নৈশভোজ করতে চান কিনা। এই প্রশ্নের জবাবে তিনি, জানান কোনো নায়িকার সাথে নৈশভোজে যাওয়ার ইচ্ছা নেই। তবে ভারতীয় নায়ক সালমান খানের সাথে দেখা করার খুব ইচ্ছা ইমরুলের।
তিনি বলেন,
'আমার খুবই ইচ্ছা সালমান খানের সাথে একবার দেখা করা। নৈশভোজ যদি ভাগ্য থাকে অবশ্যই হবে। আমি সালমানের ভক্ত।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।