স্কোয়াডে না থাকলেও মাঠে এলেন রিয়াদ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-02-18T17:13:15+06:00
আপডেট হয়েছে - 2020-02-18T17:14:01+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। নির্বাচকদের দাবি- রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও ‘বিশ্রাম’ এর মধ্যেই পঞ্চপাণ্ডবের অন্যতম এই ক্রিকেটার ঘাম ঝরিয়েছেন অনুশীলনে।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। যদিও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন ৮ ক্রিকেটার। বাকি ক্রিকেটাররা
ক্রিকেট লিগ- বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলায় এদিন ছিলেন বিশ্রামে।





তবে বুধবার থেকেই প্রস্তুতি ক্যাম্পে সব ক্রিকেটার অংশ নেবেন।
,
চৌধুরী রাহী,
,
, লিটন দাসরা এদিন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দিকনির্দেশনা মেনে অনুশীলন করেছেন। অধিক মনোযোগ ছিল বোলারদের প্রতি। তবে তাদের বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে।





ব্যাটিং অর্ডারের ধ্বসে পড়া ঠেকাতেই হয়ত বোলারদের ব্যাটিং স্কিলে ডমিঙ্গোর বিশেষ মনোযোগ।
এদিকে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে না থাকলেও মাঠে এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ‘বিশ্রাম’ এর কারণে টেস্ট দল থেকে দূরে থাকা রিয়াদ সময় কাটান একাডেমি মাঠ ও জিমনেশিয়ামে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। ম্যাচটির ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
একনজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
(অধিনায়ক),
,
,
,
, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম,
, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,
ও ইয়াসির আলি চৌধুরী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।