স্লো ওভার রেটের দায়ে প্রোটিয়াদের জরিমানা

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-01-17T22:43:51+06:00
আপডেট হয়েছে - 2018-01-17T23:11:18+06:00
সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক
। এ জয়ের দিনেও প্রোটিয়াদের জন্য রয়েছে দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে ফাফ ডু প্লেসিসদের।
[caption id="attachment_38484" align="aligncenter" width="768"]
স্লো ওভার রেটের দায়ে প্রোটিয়াদের জরিমানা
[/caption]
পুরো দলকে ম্যাচ ফি এর ১০ শতাংশ জরিমানা দিতে হবে। তবে ফাফ ডু প্লেসিসকে দিতে হবে এর দ্বিগুণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের বিজ্ঞপ্তিতে জানায়,
"ডু প্লেসিস তার দোষ স্বীকার করে নেয় এবং প্রদান করা শাস্তি মেনে নেয়। তাই এখানে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই।"
আইসিসির কোড অব কনডাক্ট ফর প্লেয়ার্স এন্ড প্লেয়ার্স সাপোর্ট পারসোনালের ২.৫.১ ধারা অনুসারে ক্রিকেটারদের জরিমানা করা হবে ম্যাচ ফি এর ১০ শতাংশ। তবে অধিনায়কের জরিমানা করা হবে ২০ শতাংশ। বরাদ্দকৃত ন্যূনতম ওভারের চেয়ে দুই ওভার কম করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে দুই অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গোফ ও পল রেইফেল, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবোরো এবং চতুর্থ আম্পায়ার আলেহউদ্দিন পালেকার এ অভিযোগ আরোপ করেন।
আগামী এক বছরের মধ্যে যদি দক্ষিণ আফ্রিকা এ কাজের পুনরাবৃত্তি ঘটায় তবে মুখোমুখি হতে হবে আরো কঠিন শাস্তির। ক্রিকেটারদের গুণতে হবে ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা। আর অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে দিতে হবে ৪০ শতাংশ। জরিমানার পাশাপাশি ফাফ ডু প্লেসিসের ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার খড়গ।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ২১ বছর বয়সী অভিষিক্ত ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি একাই হারিয়ে দিয়েছেন সফরকারী ভারতকে। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন লুঙ্গি। এছাড়া কাগিসো রাবাদা ৪৭ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট। এ দুই ফাস্ট বোলারের বোলিং তোপে পড়ে ১৫১ রানেই অলআউট হয় সফরকারী ভারত। ১৩৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ২৪ জানুয়ারি ওয়ান্ডার্সে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।