হাফিজকে নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই মালিক

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2021-09-06T12:47:34+06:00
আপডেট হয়েছে - 2021-09-06T13:30:21+06:00
অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়েই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্কোয়াডে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ তারকা শোয়েব মালিকের।
[caption id="attachment_149788" align="aligncenter" width="612"]

মালিকের জায়গা না হলেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন হাফিজ। ছবি : এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
ঘোষিত স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার রাখা হয়েছে ৩ জন। এদের মধ্যে আছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানও। মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। বাবর আজমের নেতৃত্বাধীন দলের সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন শাদাব খান।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ঘোষিত স্কোয়াডটি বিশ্বকাপ ছাড়াও
ও
সিরিজে খেলবে। স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।
আগামী ২৪ অক্টোবর
ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কখনও হারাতে পারেনি দলটি। তবে এবার ভারতকে হারিয়েই বাবর আজমরা বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
একনজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।