ইংল্যান্ড সফরে বিড়ম্বনায় বাবর-শাদাব, বাড়ল পাকিস্তানের নিরাপত্তা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-29T23:53:00+06:00
আপডেট হয়েছে - 2024-05-29T23:53:00+06:00
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ফাঁকে অধিনায়ক বাবর আজম বের হয়েছিলেন টিম হোটেলের বাইরে। এ সময় উৎসুক সমর্থকরা তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে পরিস্থিতি চলে যায় নাগালের বাইরে। সেলফি ও অটোগ্রাফশিকারিদের সংখ্যা বৃদ্ধি পেলে বাবর মেজাজ হারিয়ে বসেন, তাড়িয়ে দেন সমর্থকদের। পরবর্তীতে অবশ্য ডেকে নিয়ে কয়েকজনের সাথে সেলফি তুলে মিটিয়েছেন আক্ষেপ।
তবে এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে, ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটাররা কি আদৌ নিরাপত্তার মধ্যে রয়েছেন?
এদিকে শাদাব খানের সাথে ঘটে গেছে আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাবরের মতো তিনিও বাইরে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় এক নারী ভক্ত তাকে সরাসরি জিজ্ঞেস করে বসেন, কেন তিনি এত ছক্কা হজম করছেন। নারী ভক্ত বলতে থাকেন, 'আপনি এত ছক্কা হজম করছেন কেন? তাড়াতাড়ি ফর্মে ফিরুন, আপনাকে তো উইকেট নিতে হবে।' শাদাব শুরুতে প্রশ্ন শুনে অপ্রস্তুত হলেও স্মিত হেসে পরিস্থিতি সামলে নেন।
শাদাবের ঘটনা নিয়ে হাস্যরসের বেশি কিছু না হলেও বাবরের ঘটনাটি পিসিবি হালকাভাবে নেয়নি। বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা জোরদার করতে স্বয়ং পিসিবি প্রধান মহসিন নাকভি নাকি যোগাযোগ করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে, অনুরোধ করেছেন বাড়তি নিরাপত্তার। পিসিবির চাওয়া অনুযায়ী পাকিস্তান দলের সাথে বাড়তি নিরাপত্তা অফিসার নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।