██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কুশল-ফার্নান্দোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার শুভসূচনা

বৃষ্টি আইনে জিতেছে লঙ্কানরা।

কুশল-ফার্নান্দোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার শুভসূচনা

কুশল-ফার্নান্দোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার শুভসূচনা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-11-13T23:55:09+06:00

আপডেট হয়েছে - 2024-11-13T23:55:09+06:00

Sri Lanka vs New Zealand

সমাপ্ত
ODI1st ODINew Zealand tour of Sri Lanka13-Nov-20249:00 AM

Rangiri Dambulla International Stadium

Sri Lanka
Sri Lanka
324/5 (49.2)
New Zealand
New Zealand
175/9 (27)

Sri Lanka won by 45 runs (DLS Method)

ম্যান অব দ্য ম্যাচKusal Mendis (Sri Lanka)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করা লঙ্কানদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আভিষকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। পরে বৃষ্টি আইনে কার্টেল ওভারের খেলায় ২২১ রানের লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৪৫ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

আগে ব্যাট করে রানের পাহাড় দাঁড় করায় শ্রীলঙ্কা। 

ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে লঙ্কানরা। দলের ১৭ রানের মাথাতে ফিরে যান ওপেনার পাথুম নিসাঙ্কা। এরপর ক্রিজে জুটি বাঁধেন আভিষকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামাল দেন দুজন।

সময়ের সাথে সাথে বড় হয়েছে দুজনের জুটি। দলের বোর্ডে উঠেছে রানও। ক্রিজে বেশ ভালোভাবে কমে যান ফার্নান্দো এবং কুশল। কিউই বোলারদের কচুকাটা করে রান তুলতে থাকেন তারা। ফিফটিও ছুঁয়ে ফেলেন দ্রুতই।

 

ফিফটির পরেই ছুটেছেন ফার্নান্দো এবং কুশল। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ের যেন কোনো জবাবই খুঁজে পাচ্ছিলেন না নিউজিল্যান্ডের বোলাররা। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে দুজনই চলে যান সেঞ্চুরির খুবই কাছে। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরিটাও ছুঁয়ে ফেলেন দুজনই। তাদের জুটি থেকে রান আসে ২০৬। দলের ২২৩ রানের মাথায় ১১৫ বলে ১০০ রান করা ফার্নান্দো আউট হন।


কুশল অবশ্য টিকে ছিলেন। সেঞ্চুরি হাঁকিয়েও ছুটতে থাকেন বড় রানের দিকে। শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কাও। দলের ২৯১ রানের মাথাতে আউট হওয়ার আগে ১২৮ বলে ১৪৩ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস। আসালাঙ্কা খেলেন ২৮ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস। আসালাঙ্কার আউটের সাথে সাথে বৃষ্টি নামে। ফলে ৪৯.২ ওভারের মাথাতেই শেষ হয়েছে শ্রীলঙ্কার ইনিংস। ৫ উইকেট হারিয়ে ৩২৪ রানের পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। ১৩ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন জানিথ লিয়ানাগে।

কঠিন দিন গেছে কিউই বোলারদের। 

নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। এছাড়া ১টি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল এবং ইশ সোধি।


বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে কার্টেল ওভারে খেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭ ওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২২১। এমন লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম রবিনসন এবং উইল ইয়ং রান তুলেছেন পরিস্থিতির দাবি মিটিয়ে। উদ্বোধনী জুটিতে দুজন মিলে তোলেন ৮৮ রান।

 

তবে উদ্বোধনী জুটি ভাঙার পরেই যেন ধস নামে ইনিংসে। ৩৬ বলে ৩৫ রান করে সবার আগে সাজঘরে ফিরেছেন রবিনসন। একই ওভারের শেষ বলে ফিরেছেন ফিফটির অপেক্ষায় থাকা ইয়ংও। ৪৬ বলে ৪৮ রান করে বিদায় নেন ইয়ং।

টপাটপ উইকেট তুলেছেন লঙ্কান বোলাররা। 

এরপর টপাটপ উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দ্রুত হারিয়েছে আরও ৩ উইকেট। সিঙ্গেল ডিজিটে ফিরেছেন হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান এবং গ্লেন ফিলিপস। ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায় নিউজিল্যান্ড।

 

শেষ দিকে এক প্রান্ত ধরে খেলতে থাকেন মাইকেল ব্রেসওয়েল। তবে তাকে সঙ্গ দেওয়ার মত তেমন কেউ ছিল না। ফলে ধুঁকতে ধুঁকতে ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে থেমেছে নিউজিল্যান্ড। ৪৫ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ৩২ বলে ৩৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন ব্রেসওয়েল। 

 

লঙ্কানদের হয়ে ৩ উইকেট শিকার করেন দিলশান মাদুশাঙ্কা। এছাড়া ২টি করে উইকেট নেন চারিথ আসালাঙ্কা এবং মাহিশ থিকশানা। ১ উইকেট তোলেন জেফরে ভ্যান্ডারসে।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।




 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.