
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান-রানা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-12-01T01:39:41+06:00
আপডেট হয়েছে - 2024-12-01T01:47:46+06:00
West Indies vs Bangladesh
Sabina Park, Kingston

West Indies
146/10 (65) 185/10 (50)

Bangladesh
164/10 (71.5) 268/10 (59.5)
Bangladesh won by 101 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Taijul Islam (Bangladesh) |
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকির হাসান এবং শরিফুল ইসলামের বদলে খেলছেন সাদমান ইসলাম এবং নাহিদ রানা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে পাত্তা
পায়নি টাইগাররা। ম্যাচটায় ২০১ রানে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচে নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজও চাইবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে।
জ্যামাইকার কিংসটাউনের সাবিনা পার্ক স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলে খেলা শুরু হচ্ছে রাত ২টায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
একনজরে দুই দলের একাদশ :
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কিসি কার্টি, আলিক আথানেইজ, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেইডেন সিলস।
বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।