টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ , একাদশে সাকিব
দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-30T09:33:47+06:00
আপডেট হয়েছে - 2024-03-30T09:33:47+06:00
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর একাদশে ফিরলেন সাকিব আল হাসান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এক-বছর-পর-টেস্টে-ফিরলেন-সাকিব
বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটের একাদশে ফিরলেন দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁকে জায়গা দিতে একাদশে জায়গা হারালেন শরিফুল ইসলাম। পাশাপাশি বাদ পড়েছেন নাহিদ রানা এবং অভিষেক হচ্ছে হাসান মাহমুদের।
প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান। অন্যদিকে উইকেটের পেছনে আস্থা রাখছে লিটন দাসের উপরেই। প্রথম টেস্টে ক্যাচ মিসের পাশাপাশি বল ব্যাটে লাগলেও আবেদন করেননি লিটন। যে কারণে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক সমলোচনা।
লিটনের পাশাপাশি একাদশে রয়েছেন আরেক উইকেটকিপার- জাকির হাসান। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে এসেছে মাত্র এক পরিবর্তন। দ্বিতীয় টেস্টের একাদশে নেই প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পাওয়া কাসুন রাজিতা।
বাংলাদেশ একাদশ –
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত-(অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।