
নিজের উদযাপনের রহস্য খোলাসা করলেন দেয়াল
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-09T19:33:12+06:00
আপডেট হয়েছে - 2024-02-09T19:33:12+06:00
বিপিএলে দিনের প্রথম খেলায় চমক দেখিয়েছে সিলেট
স্ট্রাইকার্স। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিলেট এবার পেয়েছে টানা দুই জয়ের
দেখা। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে
সিলেট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]মার্ক দেয়াল-2
খুলনা ম্যাচ হারলেও বল হাতে দলের হয়ে উজ্জ্বল ছিলেন তাদের বিদেশি ক্রিকেটার মার্ক দেয়াল। উইকেট তুলে উদযাপনও করেছেন বিশেষ এক ভঙ্গিতে। ম্যাচের পর খোলাসা করেছেন উদযাপনের রহস্য।
সংবাদ সম্মেলনে উদযাপনের রহস্য খোলাসা করতে গিয়ে দেয়াল বলেন, ‘গত বছর এখানে যখন উইকেট পেয়েছিলাম তখন নাসুমের (আহমেদ) সাথে এভাবে (হাত দিয়ে গুলির মত ইঙ্গিত) একটি উদযাপন করেছিলাম। সে আমাকে আজ বলেছিল যদি তুমি উইকেট পাও তাহলে (হাত দিয়ে গুলি দেখিয়ে) ঢিস্যু ঢিস্যু (এভাবে করে উদযাপন করো)। আমি প্রথম উইকেট নিয়ে অন্যভাবে উদযাপন করে ফেলি, ভুলে গিয়েছিলাম। তৃতীয় উইকেট নিয়ে আবারও সেটি (নাসুমের বলা উদযাপন) করার সুযোগ পাই। এটা শুধু মজা করার উদ্দেশ্যে করা। আমি ক্রিকেট ভালোবাসি, এখানে আসতে ভালোবাসি। মাঝেমধ্যে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা মজাটা হারিয়ে ফেলি। এটা শুধু নিজেদের উপভোগ করার বিষয়।’
বাংলাদেশের উইকেটকে বাড়ির ক্যারিবিয়ানের মতই মনে হচ্ছে দেয়ালের, ‘ক্যারিবিয়ানেও আমাদের এমন পিচ হয়ে থাকে। এখানে অনেকটা বাড়ির মতই মনে হয় আমার। প্রথম ওভারে আমি কিছুটা বাজেভাবে শুরু করেছিলাম। তবে পরে উইকেট ভালোভাবে মূল্যায়ন করে আমি বুঝতে পেরেছিলাম কোন লেন্থে বল করতে হবে এবং এটি কাজেও দিয়েছে।’
টানা চার ম্যাচ জেতার পর এবার টানা তিন ম্যাচে হেরেছে খুলনা টাইগার্স। ৮ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।