পদত্যাগ করায় ইনজামামের দেড় কোটি রুপি লোকসান

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-11-19T16:46:15+06:00
আপডেট হয়েছে - 2023-11-19T16:46:15+06:00
পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় দেড় কোটি পাকিস্তানি রুপি লোকসান হয়েছে ইনজামাম উল হকের, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ লাখ টাকার সমান। সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের প্রাক্বালে প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেও বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলো শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দেন।
বিশ্বকাপের আগমুহূর্তে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ইনজামামকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় পিসিবি। সে সময় তার সাথে চুক্তি হয়েছিল ৩ বছরের। প্রতি মাসে পেতেন আড়াই লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক।
তবে ৬ মাসের নোটিশ পিরিয়ড সম্পূর্ণ না করায় পিসিবি ইনজামামকে কোনো বেতনই দেয়নি। সব মিলে বিভিন্ন ভাতাসহ ৩ বছরে দেড় কোটি পাকিস্তানি রুপি হতো ইনজামামের আয়, যার এক পয়সাও পাওয়া হচ্ছে না তার।
পাকিস্তানের নিবন্ধিত ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করা একটি প্রতিষ্ঠানে ইনজামামের অংশীদারিত্ব আছে বলে গুঞ্জন বের হলে তার প্রধান নির্বাচক পদ নিয়ে প্রশ্ন ওঠে।অভিযোগ করা হয়, দল নির্বাচনেও প্রভাব ফেলবে ইনজামামের এই সংযোগ। ইনজামাম তাই স্বেচ্ছায় নির্বাচকের গুরুদায়িত্ব থেকে ইস্তফা দেন।
সরে দাঁড়ানোর কারণ জানিয়ে ইনজামাম বলেন, ‘সংবাদমাধ্যমে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠেছে, পিসিবিকে সেটির স্বচ্ছ তদন্তের সুযোগ করে দিতে আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যদি কমিটি আমাকে নির্দোষ হিসেবে খুঁজে পায়, তাহলে আমি প্রধান নির্বাচকের ভূমিকা পালন করে যাব।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।