বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয়, বার্তা হার্শা ভোগলের
বাংলাদেশের জয়ে দারুণ উচ্ছ্বসিত হার্শা।

বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয়, বার্তা হার্শা ভোগলের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-03T16:22:55+06:00
আপডেট হয়েছে - 2024-09-03T22:32:08+06:00
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশের স্বাদ দেওয়া বাংলাদেশকে নিয়েও উচ্ছ্বাসে ভাসছেন হার্শা ভোগলে। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়েছেন হার্শা। তার মতে, নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট সিরিজ জয়টা পেয়েছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পাকিস্তানকে বাংলাওয়াশ করল বাংলাদেশ।
বরাবরই বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশের কোনো জয়, কোনো প্লেয়ারের কোনো সেঞ্চুরি, ৫ উইকেট কিংবা অন্য যেকোনো অর্জনেই দারুণ খুশি হন হার্শা। পাকিস্তান সিরিজ জয়ের পরেও বার্তা দিয়েছেন হার্শা ভোগলে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে লড়াই করেছে কিছুটা বেশি। তবুও দমিয়ে রাখা যায়নি বাংলার বাঘেদের। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিজেদের সামর্থ্য। গোটা ক্রিকেটবিশ্ব যেন শুনলো বাঘের গর্জন। পাঁচ দিনের ম্যাচের পুরো এক দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেও পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের অনবদ্য এক জয় তুলে নিল বাংলাদেশ।
টাইগারদের জয়ে নিজের এক্স অ্যাকাউন্টে হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেটি প্রথম বিশ্বকাপ ছিল বাংলাদেশের তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের জন্য। সেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। পরে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দেয় বাংলাদেশ।
এবার পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক পাকিস্তান বধের সময়ও ক্রিজে ছিলেন সাকিব এবং মুশফিক। প্রায় ১৭ বছর পরে সাকিব-মুশফিক অনেক অভিজ্ঞ হয়েছে। নিজেদের পরিণত করেছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার হিসেবে। দ্বিতীয় ম্যাচে সাকিব-মুশফিকের অবিচ্ছন ৩২ রানের জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় ৬ উইকেটে। দুর্দান্ত এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। নতুন বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট দলেও যেন লেগেছে নতুনত্বের ছোঁয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।