ব্যাঙ্গালুরুতে সরফরাজময় দিনে প্রত্যাবর্তনের পরেও হারের মুখে ভারত
ব্যাঙ্গালুরু টেস্টে নাটকীয় দিন।

ব্যাঙ্গালুরুতে সরফরাজময় দিনে প্রত্যাবর্তনের পরেও হারের মুখে ভারত
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-19T19:15:38+06:00
আপডেট হয়েছে - 2024-10-19T19:15:38+06:00
ব্যাঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের হতে পারত। দিন শেষে হতে পারতই বলতে হচ্ছে কারণ যেমনটা ভাবা হচ্ছিল সেভাবে সবকিছু এগোয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের অসাধারণ এক সেঞ্চুরিতে দারুণভাবে প্রত্যাবর্তনও ঘটিয়েছিল ভারত। কিন্তু শেষ বিকেলের ব্যাটিং ধসে এখন ভারতের হারটা মনে হচ্ছে কেবলই সময়ের ব্যাপার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সেঞ্চুরি হাঁকিয়েছেন সরফরাজ খান। ৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে
ভারত। ক্রিজে ফিফটি হাঁকিয়ে টিকে থাকা সরফরাজ খানের সাথে যোগ দেন রিশভ পান্ট। দুজনে
মিলে গড়তে থাকেন প্রতিরোধ। দুর্দান্ত কার্যকরী ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে
যেতে থাকেন সরফরাজ-পান্ট। কিউই বোলারদের শাসন করে বোর্ডে রান তুলতে থাকেন।
বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি চলে যান সরফরাজ। শেষমেশ ছুঁয়েও ফেলেন সেঞ্চুরিটা। আরেক প্রান্তে কিছুটা চালিয়ে খেলছিলেন পান্ট। দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন। এগোতে থাকেন সেঞ্চুরির দিকে।
সরফরাজ-পান্টের জুটিতে লিড নেয় ভারত। সরফরাজের জন্য এই সেঞ্চুরিটা অবশ্যই বিশেষ কিছু। অনেক
অনেক অপেক্ষা, অনেক যন্ত্রণাময় দিন, বহু অবহেলা, উপেক্ষা আর অসহ্যকর পরিস্থিতির পর
অবশেষে এসেছে টেস্ট সেঞ্চুরি। ভারতের ঘরোয়া ক্রিকেটে রানের সুনামি বইয়ে দেওয়ার পরেও
সুযোগ মিলছিল না জাতীয় দলে। শেষমেশ অবস্থা এমন হল, যে সরফরাজকে দলে নিতে বাধ্য
হলেন নির্বাচকরা। একাধিক ফিফটি পেয়ে গিয়েছিলেন অল্প সময়ের মাঝেই। এবার পেয়ে গেলেন
বহু আরাধ্য সেঞ্চুরিটাও। নিশ্চিতভাবেই এত দিনের অপেক্ষার মধুরতম ফল পেলেন সরফরাজ
খান।
সেঞ্চুরির পরেও থামেননি সরফরাজ, ব্যাট চালিয়েছেন দোর্দন্ড প্রতাপে। আরেক প্রান্তে পান্টও ছিলেন বেশ সাবলীল। দুজনের জুটিতে লিড নেওয়ার একদম দ্বারপ্রান্তে চলে যায় ভারত। শেষমেশ লিড নিয়েও ফেলে। দলের ৪০৮ রানের মাথায় থামেন সরফরাজ। আউট হওয়ার আগে খেলেছেন ১৯৫ বলে ১৫০ রানের অনবদ্য এক ইনিংস।
পান্ট আউট হন ৯৯ রান করে। আরেক প্রান্তে পান্ট ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। তবে
নার্ভাস নাইন্টিজে কাটা পড়েছেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন
পান্ট। দলের ৪৩৩ রানের মাথাতে ১০৫ বলে ৯৯ রান করে বিদায় নেন রিশভ পান্ট। দুই
কান্ডারীকে হারিয়ে যেন বিপদে পড়ে যায় ভারত। যেখানে মনে হচ্ছিল লিড নিয়ে
নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া যাবে, সেখানে নিজেরাই হারের বন্দোবস্ত করতে শুরু করল
যেন।
শেষ দিকে টপাটপ উইকেট হারাতে থাকে ভারত। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। অলআউট হয়ে যায় মাত্র ৪৬২ রানের মাথায়। শেষ ৬ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল লোকেশ রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিন। ১৬ বলে ১২ রান করেন রাহুল। অশ্বিন খেলেছেন ২৪ বলে ১৫ রানের ইনিংস।
শেষ দিকে ভারতের ইনিংসে ধস নামান কিউই বোলাররা।
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন উইলিয়াম ও’রউরকে এবং ম্যাট হেনরি। এছাড়া ২ উইকেট নিয়েছেন অ্যাজাজ প্যাটেল। ১টি করে উইকেট তোলেন গ্লেন ফিলিপস এবং টিম সাউদি।
ভারতের লিড দাঁড়ায় ১০৬। নিউজিল্যান্ডের লক্ষ্য ১০৭ রান। তবে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ব্যাটিং চালাতে পারেনি কিউইরা। মাত্র ৪ বল ব্যাট করার পরেই দিনের খেলা শেষ হয়। এখনও দলের বোর্ডে রান তুলতে পারেননি দুই কিউই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। জয়ের জন্য আরও ১০৭ রান দরকার নিউজিল্যান্ডের, ভারতের প্রয়োজন ১০ উইকেট।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।