মিডল অর্ডারে ব্যাট করতে আপত্তি নেই দিপুর
নিজেকে মিডল অর্ডার ব্যাটার হিসেবেই দেখছেন শাহাদাত হোসেন দিপু।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-06-05T17:37:25+06:00
আপডেট হয়েছে - 2023-06-05T17:37:25+06:00
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট করেছেন টপ অর্ডারে। সেখানকার মতো বাজিমাত করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও, তবে লাল বলে মূলত ব্যাট করে থাকেন মিডল অর্ডারে। জাতীয় দলের একাদশে সুযোগ পেলে শাহাদাত হোসেন দিপু ব্যাটিং অর্ডারের কোন পজিশনে ব্যাট করবেন, তা নিয়ে অনেকেরই মাথাব্যথা। তবে আপাতত ব্যাটিং পজিশন নিয়ে দিপুর কোনো মাথাব্যথা নেই।
জাতীয় দলের একাদশে সুযোগ পেলে মিডল অর্ডারে ব্যাট করতে কোনো আপত্তি নেই তার। প্রিমিয়ার লিগে দলের চাওয়াতেই টপ অর্ডারে ব্যাট করেছেন বলে জানালেন এই মিডল অর্ডার ব্যাটার।
'লঙ্গার ভার্শনে ৪-৫ এ ব্যাট করা হয়। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সাদা বলে ওয়ান ডাউনে বা ওপেনিংয়ে খেলেছি, সমস্যা হয়নি। তবে এখানেও আগে ৪-৫ নম্বরেই খেলতাম।'
সবগুলো ফরম্যাটের মধ্যে লাল বলের ক্রিকেট অর্থাৎ প্রথম শ্রেণির ক্রিকেটই দিপুর বেশি পছন্দ। এই ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন প্রথমবার। পছন্দের খেলোয়াড় অনেকেই, তবে সে অর্থে কাউকে অনুসরণ করেন না, 'সব ফরম্যাটই খেলতে ভালো লাগে। লাল বল বেশি উপভোগ করি, মজা লাগে। সেভাবে কাউকে অনুসরণ করা হয় না। অনেকের ব্যাটিংই ভালো লাগত। কোহলি, মুশফিক ভাই। অনেকের ব্যাটিংই ভালো লাগে। কাউকে সেভাবে অনুসরণ করা হয় না।'
৪ মে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে জানতে পারেন, তিনি আছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে। সাথে সাথে খবরটা জানান মা ও বড় ভাইকে, যাদের সমর্থন ছাড়া এত দূর আসতে পারতেন না। এরপর সকালে অনুশীলনে যোগ দিয়ে অভিনন্দন বার্তা পেলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে।
দিপু বলেন, 'গতকাল মাগরিবের আগে জানতে পারি। যেখানেই সুযোগ পাচ্ছি ভালোটা খেলার চেষ্টা করছি। সেরাটা খেলতে পারলে অবশ্যই সুযোগ আসবে। সবাই অভিনন্দন জানিয়েছে। কোচের সাথে এসেই দেখা হলো। অভিনন্দন জানিয়েছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।