'মেধাবী' বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ ব্রাথওয়েট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-22T12:16:09+06:00
আপডেট হয়েছে - 2024-11-22T12:16:24+06:00
বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের কীর্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদিও সার্বিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিসংখ্যানে টাইগাররা অনেকখানি পিছিয়ে। এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১৪টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ৪টি।
তার ওপর এবারের সিরিজ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, অনুমিতভাবেই স্বাগতিকদের ধরা হচ্ছে ফেভারিট। তবে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বাংলাদেশকে দেখছেন সমীহের চোখে। অতীত রেকর্ড নিয়ে না ভেবে বর্তমানেই দৃষ্টি তার। বাংলাদেশ দলকে বলছেন 'মেধাবী'।
ক্যারিবীয় অধিনায়ক বলেন, 'আমার মনে হয় যা চলে গেছে তা এখন ইতিহাস। আমরা মেধাবী বাংলাদেশ দলের সাথে খেলব। কাজটা তাই সহজ হবে না। এর আগে বাংলাদেশের সাথে কয়টা ম্যাচ জিতেছি এসব ভেবে এখন কোনো লাভ নেই। আবারো বলছি, বাংলাদেশের এই দলটা খুবই মেধাবী। তাই ইতিহাস নিয়ে ভেবে লাভ নেই।'
নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্রাথওয়েট অ্যান্টিগা টেস্টের শুরু থেকেই ভালো খেলতে মরিয়া। তিনি বলেন, 'কাল নেমে ভালোভাবে ম্যাচটা শুরু করতে চাই। আমাদের সব মনোযোগ এই ম্যাচের দিকে। আমাদের এই বছরটা কঠিন যাচ্ছে। তবে সবার ভালো করার আত্মবিশ্বাস আছে। পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে হবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।