
শেষ বিকেলে ব্যাটিং ধসে অস্বস্তিতে বাংলাদেশ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-26T03:23:40+06:00
আপডেট হয়েছে - 2024-11-26T03:23:40+06:00
West Indies vs Bangladesh
Sir Vivian Richards Stadium

West Indies
450/9d (144.1) 152/10 (46.1)

Bangladesh
269/9d (98) 132/10 (38)
West Indies won by 201 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Justin Greaves (West Indies) |
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ম্যাচটা কিছুটা জমিয়ে তোলার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ বিকেলে ব্যাটিং ব্যর্থতার ফলে সেই আশা অনেকটাই ফিকে। চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আরও ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের চাই ৩ উইকেট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মিরাজ-জাকেরের ব্যাটে লড়াই। তাসকিন আহমেদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ওয়েস্ট
ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশের
সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে
ফেলে বাংলাদেশ। ওপেনার জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন প্রথম ওভারেই।
দলের ৭ রানের মাথাতে ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। দুই ওপেনারকে হারিয়ে বেকায়দায়
পড়ে যায় বাংলাদেশ।
এরপর মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপু মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তবে তাদের জুটিটাও লম্বা হয়নি। দলের ২০ রানের মাথাতে ২২ বলে ৪ রান করে বিদায় নেন দিপু। মুমিনুল ফিরেছেন ২৩ বলে ১১ রান করে, দলের বোর্ডে তখন মোটে ২৩ রান।
এরপর কিছুক্ষণ লড়াই চালিয়েছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। ভালোই চলছিল দুজনের জুটি। তবে দলের ৫৯ রানের মাথাতে থেমেছেন লিটন। ১৮ বলে ২২ রান করে বিদায় নেন তিনি।
লিটনের বিদায়ের পর ক্রিজে মিরাজের সাথে যোগ দেন জাকের আলী অনিক। দুজনে মিলে ভালোভাবেই এগিয়ে নিয়েছেন দলের ইনিংস। ফিফটির পথেই ছিলেন মিরাজ। তবে শেষ বিকেলে আউট হয়েছেন তিনি। সাজঘরে ফিরেছেন ৪৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে। শেষ ভরসা হিসেবে ক্রিজে টিকে আছেন জাকের, ৩৬ বলে ১৫ রান করে অপরাজিত তিনি। ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ এবং জেডন সিলস। এছাড়া শামার জোসেফ শিকার করেন ১ উইকেট।
ম্যাচে হার অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। জয়ের জন্য লাগবে আরও ২২৫ রান, হাতে উইকেট হাতে মোটে ৩টি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।