সেই ক্যাচ ছাড়ার কথা জীবনেও ভুলব না : হাসান আলী

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-06-25T12:15:15+06:00
আপডেট হয়েছে - 2023-06-25T12:15:15+06:00
হাসান আলীকে ছাড়া একসময় পাকিস্তান জাতীয় দলের কথা ভাবাই যেত না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন দলের তুরুপের তাস। তারপর সেমিফাইনালে একটি ক্যাচ মিস হাসানকে পরিণত করে খলনায়কে। এর ঠিক পরপর বাংলাদেশ সফরে এসে দলকে সিরিজ জিতিয়েছেন। তারপরও ধীরে ধীরে দলে ব্রাত্য হয়ে পড়েন হাসান, এখন তিন ফরম্যাটেই দলের বাইরে।
সেই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পুরো টুর্নামেন্টজুড়ে উড়তে থাকা পাকিস্তান৷ সেমিফাইনাল ম্যাচেও বেশিরভাগ সময়ই চালকের আসনে ছিলেন বাবর আজমরা৷ কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহুর্তে এসে খেই হারিয়ে ফেলেন তারা৷ হাসানের ক্যাচ হাতছাড়ার সুবাদে হারতে বসা ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নেয় ৫ উইকেটে।
সেই ক্যাচ মিস এখনও পোড়ায় হাসানকে। হাসান জানালেন, জীবনে কখনো ঐ ভুল তিনি ভুলতে পারবেন না। টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন-
'আমার এটা এখনও মনে আছে, আমি এটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না, এমনকি মারা যাওয়ার পরও।'
নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতেই৷ শেষ দুই ওভারে ম্যাচটি জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ২২ রান৷ পাকিস্তানের হয়ে ১৯তম ওভারে বল করতে আসেন প্রথম স্পেলে অজিদের ভিত নাড়িয়ে দেওয়া পেসার শাহীন শাহ আফ্রিদি৷ তার করা ১৯তম ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দেন অজি ব্যাটার ম্যাথু ওয়েড৷ কিন্তু মিড উইকেটে দাঁড়ানো হাসান আলী সহজ ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন৷ আর জীবন পেয়ে ওয়েড জয় এনে দেয় অজিদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।