██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সেঞ্চুরিসংখ্যায় শচীনকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে কোহলির : পন্টিং

দীর্ঘ অপেক্ষার পর নিজের ৭১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ঐতিহাসিক এই সেঞ্চুরির পর থেকেই ব্যাপক প্রশংসা হচ্ছে তাকে ঘিরে।

সেঞ্চুরিসংখ্যায় শচীনকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে কোহলির : পন্টিং

সেঞ্চুরিসংখ্যায় শচীনকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে কোহলির : পন্টিং

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2022-09-19T20:42:27+06:00

আপডেট হয়েছে - 2022-09-19T20:42:27+06:00

খেলার সারসংক্ষেপ

  • কোহলির ৭১তম সেঞ্চুরি কেবল সময়ের ব্যাপার ছিল বলে মনে করেন পন্টিং
  • সর্বকালের সেরাদের কাতারে কোহলিকে দেখেন পন্টিং
  • সেঞ্চুরিসংখ্যায় শচীনকে ছোঁয়াটা কোহলির জন্য কঠিন হয়ে গেলেও অসম্ভব নয়, মনে করেন পন্টিং
  • দীর্ঘ অপেক্ষার পর নিজের ৭১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ঐতিহাসিক এই সেঞ্চুরির পর থেকেই ব্যাপক প্রশংসা হচ্ছে তাকে ঘিরে।

    বহু আরাধ্য সেঞ্চুরি পাওয়ার পর কোহলি। ছবিঃ গেটি ইমেজস

    আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭১তম সেঞ্চুরি হাঁকিয়ে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। নিজের রেকর্ড ছুঁয়ে ফেলার প্রসঙ্গে পন্টিং জানান, ‘এটি কেবলই সময়ের ব্যাপার ছিল।’

    মাঝে প্রায় তিন বছর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। এশিয়া কাপের আগে সকল ধরনের ক্রিকেট থেকে প্রায় ১ মাসের জন্য বিরতিও নিয়েছিলেন। এই সময়টায় ব্যাট ছুঁয়েও দেখেননি তিনি যা কিছুদিন আগেই একটি ইন্টারভিউতে জানান। বিরতি থেকে ফিরেই যেন ছন্দ খুঁজে পেয়েছেন কোহলি। এশিয়া কাপে ৫ ম্যাচে ১৪৭.৫৯ স্ট্রাইকরেটে ২৭৬ রান করেছেন তিনি। ২ ফিফটির পাশাপাশি পেয়েছেন নিজের বহু আরাধ্য সেঞ্চুরির দেখাও।


    সেঞ্চুরি প্রসঙ্গে পন্টিং জানান, ‘এটি (সেঞ্চুরি) প্রত্যাশার চেয়ে একটু বেশি সময় নিয়েছে। গত ২-৩ বছর ধরে সে সেঞ্চুরি খরায় ভুগছিল, যেভাবে ভেবেছিলাম ঘটনা হয়ত সেভাবে ঘটেনি। তবে দেখুন সে অবশ্যই দুনিয়ার সর্বকালের সেরাদের একজন। তার ক্যারিয়ারে আরও লম্বা সময় বাকি। তাকে রানে ফিরতে দেখাটা দারুণ।’

     রিকি পন্টিং। ছবিঃ গেটি ইমেজস

    সেঞ্চুরিসংখ্যায় পন্টিংকে ছুঁয়ে ফেলার পর কোহলির সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার। শচীনকে কোহলি ছুঁতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে কিছুটা অনিশ্চিতের সুরে পন্টিং জানান, ‘আপনি যদি তিন বছর আগে আমাকে প্রশ্নটি করতেন তাহলে আমি ইতিবাচকভাবেই উত্তর করতাম। তবে এই তিন বছর তার সেঞ্চুরি করার গতি অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে আমি এখনও মনে করি তার পক্ষে এটি অবশ্যই সম্ভব, কোনো সন্দেহ নেই।’

     

    পন্টিং আরও বলেন, ‘তার সামনে আরও বেশ কয়েক বছর খেলা বাকি আছে। তারপরেও ৩০টি সেঞ্চুরি, সংখ্যাটি বড়ই। তবে আমি কখনোই বিরাট পারবে না এমনটা বলব না। কারণ সবাই জানে একবার ছন্দ ফিরে পেলে সে কতটা ক্ষুধার্ত হয়ে ওঠে রান এবং সাফল্যের জন্য। তাই আমি কখনোই তাকে বাতিলের খাতায় ফেলে দিব না, কখনোই না।’

     


    বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

     

     

       

    একটি মন্তব্য করতেলগইনঅথবা

    More

                    ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                    ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                    ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                    ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                    ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                     ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
    
    Developed By Coder71 Ltd.