হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানে পূর্ণ সমর্থন আফ্রিদির
খেলার সাথে রাজনীতি মিশিয়ে ক্রিকেটকে অনিশ্চয়তা ফেলার বিসিসিআইকে দায়ী করেছেন শহীদ আফ্রিদি

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-11-29T12:19:50+06:00
আপডেট হয়েছে - 2024-11-29T18:58:29+06:00
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না।ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে এখনো আসেনি কোন সমাধান। আইসিসি বিকল্প হিসেবে হাইব্রিড মডেলের প্রস্তাব আনলেও তা প্রত্যাখ্যান করেছে পিসিবি। এ নিয়ে পিসিবিকে পূর্ণ সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শহীদ আফ্রিদি
ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে অনিশ্চয়তা পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের সূচি নিয়ে এখনো কিছুই জানাতে পারেনি আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে শুক্রবার বসবে আইসিসির বোর্ড সভা। শুক্রবারের (২৯ নভেম্বর) বোর্ড সভায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল নিয়ে আলোচনা থেকে আইসিসিকে বিরত থাকার বার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেটের সাথে রাজনীতি মেশানোর কারণে বিসিসিআইয়ের উপর ক্ষুব্ধ আফ্রিদি। আইসিসিকে নিরপেক্ষতা বজায় রাখার আহবান জানিয়েছেন তিনি। উল্লেখ করেছেন ২০০৮ সালের পর পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে আসার কথাও।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি বলেন, " বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।"
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। এরপর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ রেখেছে ভারত-পাকিস্তান। এর আগে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। সেই দাবির প্রেক্ষিতে শ্রীলঙ্কা ভারতের ম্যাচগুলো আয়োজন করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।