██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আত্মবিশ্বাসী আরিফুল, আত্মতুষ্ট নন

আত্মবিশ্বাসী আরিফুল, আত্মতুষ্ট নন
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2018-11-09T21:22:52+06:00

আপডেট হয়েছে - 2018-11-09T21:22:52+06:00

অভিষেক টেস্টে দলের পারফরম্যান্স ভুলে যাওয়ার মতো। তবে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন আরিফুল হক। দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে খেলেছেন অপরাজিত ৪১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন ৩৭ বলে ৩৮ রান। ঐ পরিস্থিতিতে যা করা যেত তার সবটুকুই যেন করেছিলেন আরিফুল হক। ঢাকা টেস্টের আগে আরিফুল হক জানেন, প্রথম টেস্টের পারফরম্যান্সের পর তিনি আত্মবিশ্বাসী হলেও আত্নতুষ্ট নন।
আত্মবিশ্বাসী আরিফুল, আত্মতুষ্ট নন
প্রথম টেস্টের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আরিফুল হক বলেন, "
প্রথম টেস্ট ভালোই গিয়েছে আসলে। আত্মবিশ্বাস বেড়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বোলাররা বাজে বল দেবে না, সেটির জন্য অপেক্ষা করতে হবে। যেটা বোঝা দরকার, সেটি বুঝতে পেরেছি।"
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
বিপিএলে হার্ডহিটিং ব্যাটিংয়ের পর অনেকেই তার নামের পাশে টি-টোয়েন্টি ক্রিকেটারের তকমা লাগিয়ে দেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো করার সামর্থ্য যে রয়েছে তার জানান দিয়েছেন জাতীয় ক্রিকেট লিগে ২৩১ রানের ইনিংস খেলে। টেস্টে সেই ইনিংস আত্মবিশ্বাসী করেছে তাকে। আরিফুল হক বলেন,
"জাতীয় লিগে দুইশ করার (২৩১) পর আসলে আমার আত্মবিশ্বাস ভালো ছিল। আর প্রথম টেস্টে হয়ত ব্যাটিং ভালোই করেছি। আত্মবিশ্বাস ভালো আছে।" আত্মবিশ্বাসী আরিফুল, আত্মতুষ্ট নন
আরিফুল হক জানান  প্রথম টেস্টের পারফরম্যান্স ভুলে গিয়ে তার চোখ এখন সামনে। অতীতের সুখকর পারফরম্যান্সে আত্মতুষ্টিতে না ভোগে আরো বড় কিছু করার চিন্তা তার। আরিফুল হক বলেন,
"আমার চিন্তা বড় কিছু করার। সেসবের শতভাগ না পারি, ৯০ ভাগ যেন যেতে পারি। টেস্ট ম্যাচে রান করেছি, ওটা ভুলে যেতে চাচ্ছি। যা খেলেছি, ভুলে যাচ্ছি। সামনে কিভাবে ভালো করা যায়, সেটাই মূল ভাবনা।”
দীর্ঘদিন ধরে টেস্ট খেলে যেতে চান আরিফুল হক। চালিয়ে যেতে চান তিন ফরম্যাটই। আরিফুল হক বলেন, 
“আমার স্বপ্ন ছিল টেস্ট খেলার। আমি চাই যে দীর্ঘদিন টেস্ট খেলতে বা জাতীয় দলে থাকতে। সব ফরম্যাটেই খেলার ইচ্ছা আছে। আমার চাওয়া হলো, যে ফরম্যাটে যেভাবে দরকার, সেভাবেই খেলব।”


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.