"আমরা ভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না"

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-01-02T20:41:20+06:00
আপডেট হয়েছে - 2022-01-02T20:41:20+06:00
ক্যারিয়ারের শুরুর দিকে সোশ্যাল মিডিয়া না থাকায় নিজেদের ভাগ্যবান মনে করছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেসের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসা চাপ সামাল দেওয়া একজন তরুণ ক্রিকেটারের জন্য বেশ কঠিন।

রোববার আইজিপি কাপ যুব কাবাডির ফাইনালে উপস্থিত ছিলেন মাশরাফি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
পাঁচ সিনিয়র ক্রিকেটারের মতো ধারাবাহিক পারফর্মার কেন বাংলাদেশ পাচ্ছে না সেই প্রসঙ্গে তিনি বলেন,
"আপনি যে ৫ জনের কথা বলছেন, আমরা অনেক ভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমাদের যদি শুরুর দিকের ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত তাহলে আমরা এতদূর খেলতে পারতাম না।"
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
মাঠে খারাপ সময় কাটানো কোনো ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলে মানসিকভাবে ভেঙে পড়েন বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, "
এটার প্রভাবটা নিয়ন্ত্রণ করা যারা তরুণ খেলোয়াড় আসছে তাদের জন্য সহজ না। একজন খেলোয়াড় যখন পারফর্ম করতে পারছে না তখন তাকে চারদিক থেকে আক্রমণ করা হলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।"
আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই কোনো ক্রিকেটারের কাছে শুরুতেই ভালো পারফরম্যান্স আশা করাটাও উচিত নয় বলে মনে করেন তিনি। তার মতে এখানে পারফর্মার হতে হলে চাই ধৈর্য্য। পাশাপাশি যাদের দলে নেওয়া হচ্ছে তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত কিনা সেদিকেও নজর রাখতে হবে।
মাশরাফি বলেন,
"তামিম দেখেন, আমাকে দেখেন, সাকিব হয়তো ডিফরেন্ট কেস, মুশফিক দেখেন- তারা কিন্তু অনেকবার বাদ পড়েছে। হয়তো তামিম বাদ পড়েনি কিন্তু তামিম আজকের তামিম ইকবাল ছিল না। সাকিব ছাড়া সবাই অনেক সংগ্রাম করে একটা পর্যায়ে এসেছে।"
"এখন যেটা হয়, সবাই এসেই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ না যে এসেই পারফরম্যান্স হবে। এটা পুরোটাই ধৈর্য্যের ব্যাপার। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যাকে আপনি নিচ্ছেন সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত। এ দুইটার ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।