“আমি সব ফরম্যাটেই খেলতে চাই”

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-06-13T02:15:12+06:00
আপডেট হয়েছে - 2018-06-13T11:24:09+06:00
আরিফুল হক, দেশের ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে দ্যুতি ছড়াচ্ছেন জাতীয় দলের হয়েও।
সিরিজ শেষে ফিরেছেন যদিও আক্ষেপ নিয়ে। তবে উইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন নতুন করে।
[caption id="attachment_50066" align="aligncenter" width="905"]
আরিফুল হক। ছবিঃ বিডিক্রিকটাইম
[/caption]
২৫ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন কেবল তিনটি টি-২০ ম্যাচ। তবে অদূর ভবিষ্যতে তিনি দেশকে প্রতিনিধিত্ব করতে চান সব ফরম্যাটেই।
মঙ্গলবার অনুশীলন চলাকালে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আরিফুল বলেন,
‘
আফগানিস্তানের সাথে আমাদের জেতা উচিৎ ছিলো
।
তবে দুর্ভাগ্যবশত তা হয়নি
।
তবে উইন্ডিজ সিরিজটি আমরা চাচ্ছি কামব্যাক করার জন্য
।
আসলে আমি সব ফরম্যাটেই খেলতে চাই
।
আর এখন যেহেতু লাল বলে প্র্যাকটিস করছি তাই চিন্তা করে বোলিং করছি
।
আবার যখন সাদা বলে বোলিং করবো তখন ওয়ানডে এবং টি-
২০’
র জন্য বোলিং করবো
।
’
উইন্ডিজ সিরিজে ভালো করার জন্য প্রথমে টেস্টে ভালো করার অভিপ্রায় আরিফুলের। তিনি বলেন,
‘
প্রথম আমরা টেস্ট খেলতে যাচ্ছি আর টেস্টে আমাদের মনে হয় কামব্যাক করতে পারবো
।
কারণ আমাদের নতুন পেস বোলার আছে
,
তরুণ কেউ হয়তো খেললেও খেলতে পারে
।
আর আমার মনে হয় না অতটা কঠিন হবে
।
টেস্টে যদি আমরা শক্তভাবে ফিরতে পারি তাহলে মনে হয় টেস্টটি ভালো যাবে
।
’
আফগানিস্তান সিরিজে
ের ব্যর্থতার অন্যতম কারণ ছিল রশিদ খানের দুর্দান্ত বোলিং। তাকে কাছ থেকেই দেখেছেন আরিফুল। রশিদ সম্পর্কে তিনি বলেন,
‘
আমার মনে হয়
,
আমরা রশিদকে নামের বিচারে খেলছি
।
যদি বলের বিচারে খেলতাম
,
ফল ভিন্ন হতো
।
আদতে ব্যাপারটা হচ্ছে
,
সময় যখন কারও পক্ষে যায়
,
তাহলে কিছু করার থাকে না
।
তার সময়টা খুব ভাল যাচ্ছে
।
এমন সময় মুত্তিয়া মুরালিধরন
,
সুনীল নারাইন
,
অজন্তা মেন্ডিসদেরও গেছে
।
এখন আমরা তাকে জানতে পেরেছি
,
তাকে খেলা এখন খুব বেশি কঠিন হবে না
।
’