লিটনের সেঞ্চুরিতে দোলেশ্বরের লড়াকু সংগ্রহ

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-03-27T13:12:35+06:00
আপডেট হয়েছে - 2018-03-27T15:03:46+06:00
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার লিটন কুমার দাস। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে সবসময়ই উজ্জ্বল ছিল তার ব্যাট। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও রানের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ডিপিএলের সুপার সিক্সে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন।

ডিপিএলের এবারের আসরের প্রথম থেকে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন লিটন। সেই ধারবাহিকতা দেখা যায় নিদাহাস ট্রফির প্রথম দুই ম্যাচে। অবশ্য বাকি ম্যাচগুলোতে নিস্প্রভ ছিলেন তিনি। তবে আবারো নিজের ফর্ম ফিরে পেয়েছেন লিটন। চলতি প্রিমিয়ার লিগে মোট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই উইকেটকিপার।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জের বিপক্ষে দলকে ব্যাট হাতে একাই নেতৃত্ব দেন লিটন। ইমতিয়াজের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ার পর ফজলেকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ফজলে ক্রিজে ডিফেন্সিভ খেললেও রূপগঞ্জের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেন
।
নিজের ফিফটি হাঁকান ৭২ বলে। বাকি পঞ্চাশ পূরণ করতে খেলেন ৪৯টি বল। ব্যক্তিগত ১২৩ বলে এবারের আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি হাঁকান এই উইকেটকিপার। সেই সঙ্গে ফজলে মাহমুদকে নিয়ে গড়েন ১১৩ রানের জুটি। ব্যক্তিগত ১২৬ বলে ১০৭ রান নিয়ে রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলামের বলে আউট হন লিটন।
তার এই অসাধারণ ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়। রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৭ম সেঞ্চুরি হাঁকান লিটন কুমার দাস। তার শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। লিটন বাদে রান পান ফজলে, ইকবাল আবদুল্লাহ ও ফরহাদ রেজা।
এবারের প্রিমিয়ার লিগে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৭ ম্যাচে ৮৬ গড়ে ৫১৭ রান করেছেন তিনি। রয়েছে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি।
আরও পড়ুনঃ বল টেম্পারিং নিয়ে যা বললেন সুজন