মাশরাফিই ছিলেন নেপথ্যের কারিগর

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-08-16T16:44:43+06:00
আপডেট হয়েছে - 2018-08-17T13:05:34+06:00
উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে স্মরণীয় এক সফর শেষ করে সপ্তাহখানেক আগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদিও এই সফরের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, তাও আবার দুটি টেস্টেই মাত্র তিন দিনে পরাজয়। এমন পারফরম্যান্সের পর সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোটাই কঠিন ছিল। সেই ‘কঠিন’ কাজটিই সহজ হয়ে গিয়েছিল মাশরাফি বিন মুর্তজার কারণে।

দলে প্রাণবন্ততা এনে দেওয়ার ব্যাপারে মাশরাফির খ্যাতি আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি যেন ‘জাদুর কাঠি’ হয়ে আবির্ভূত হন। তার ছোঁয়ায় আমূলে বদলে যায় একটি দল। সেই মাশরাফি বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও নিয়ে আসেন বড় পরিবর্তন। পুরো দল যখন হতাশাগ্রস্ত, মনোবল যখন নড়বড়ে, তখন একজন মাশরাফি দলকে চাঙা করার জন্য যথেষ্ট।
আর উইন্ডিজ সফরের দুঃস্বপ্নের টেস্ট সিরিজ শেষেও হয়েছিল তা-ই, জানালেন দলের বাঁহাতি ওপেনার ও দেশসেরা ব্যাটসম্যান
।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তামিম বলেন,
‘
আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফি ভাইয়ের দলে যোগ দেয়ার বড় অবদান ছিল
।
তিনি হয়তো অন্যের হয়ে ব্যাটিং ও বোলিং করে দেয়নি
।
কিন্তু তিনি দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করতে অনেকে সাহায্য করেছেন
।
’
কেমন ছিল মাশরাফির সেই অবদান? তামিম জানান, টেস্ট সিরিজের শোচনীয় পরাজয়ের পর যে নেতিবাচক প্রভাব পড়েছিল খেলোয়াড়দের উপর, মাশরাফি তার উপস্থিতি আর কণ্ঠের মিশেলে দূর করে দিয়েছেন সেটি। ফলে দলের মধ্যে এসেছে ইতিবাচক মনোভাব। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক প্রসঙ্গে তামিমের ভাষ্য,
‘
একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব থাকে
,
পরিষ্কার মনোভাব থাকে না
।
তিনি (মাশরাফি) যেই ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছেন
,
সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে
।
এটা বড় কারণ ছিল
।
এরপর যেভাবে করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খেললাম
,
কঠিন উইকেটে আমরা কোনো সময় হাল ছেড়ে দেইনি
।
’
আরও পড়ুন: ওয়ানডে দলে ফিরছেন মুমিনুল