██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের জন্য হ্যালসলের পরামর্শ

বাংলাদেশের জন্য হ্যালসলের পরামর্শ
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2018-04-30T18:43:00+06:00

আপডেট হয়েছে - 2018-04-30T19:20:10+06:00

২০১৪ সালে উইন্ডিজ সফরে
ের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন রিচার্ড হ্যালসল। ২০১৬ সালে শ্রীলঙ্কার রুয়ান কালপাগে পদত্যাগ করলে দলের সহকারী কোচের দায়িত্ব পান হ্যালসল। দেড় বছরেরও বেশি সময় এই দায়িত্বে ছিলেন তিনি। গত মার্চে নিদাহাস ট্রফির আগে বিসিবির পক্ষ থেকে ছুটি দেওয়া হয় হ্যালসলকে। তারপরেই মেইলের মাধ্যমে সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানান তিনি। [caption id="attachment_46800" align="aligncenter" width="960"]
ফাইল ছবি
[/caption] একমাস পর আজ বিসিবির অফিসে এসেছিলেন বাংলাদেশের সাবেক সহকারী কোচ। সেখানে বিসিবির সঙ্গে বেশ কতক্ষণ আলাপ করেন হ্যালসল। বিসিবির সঙ্গে আলাপ শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি। সেখানে বাংলাদেশের জন্য পরামর্শ দিয়ে যান হ্যালসল। বিগত দেড় বছরে বাংলাদেশ দলের সবকটি জয়ের মূল অবদানে রয়েছে সিনিয়র ক্রিকেটাররা । সিনিয়ররা নিয়মিত পারফর্ম করলেও জুনিয়ররা ব্যর্থ হন। যার কারণে কখনো সাফল্য ধরা দিয়েছে আবার কখনো হাত ফসকে বের হয়ে গিয়েছে। শুধু যে সিনিয়রদের দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে পারবেনা সেটি জানিয়ে দিলেন হ্যালসল। সিনিয়রদের পাশাপাশি জ্বলে উঠতে হবে জুনিয়রদেরও। বিসিবিকে আরও ক্রিকেটার তুলে আনার পরামর্শ দেন দলের এই সাবেক সহকারী কোচ।
‘এই দলে ভালো এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার আছে। কিন্তু শুধু তাদের দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা যাবে না। আরও ক্রিকেটার তুলে আনতে হবে। সেটিই পরামর্শ থাকবে। সিনিয়রদের পাশাপাশি উঠতিদের সামর্থ্যটা বের করে আনতে হবে।’
ক্রিকেটের কারণে থাকা হয়েছে বেশ কয়েকটি দেশে। অন্যান্য দেশের ক্রিকেট সিস্টেমের চেয়ে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম পুরোটাই ভিন্ন তার চোখে। যেখানে অন্যান্য দেশে তরুণ ক্রিকেটাররা দলে জায়গা কিংবা উঠে আসতে একটু সময় নিলেও সেখানে পুরো ভিন্ন বাংলাদেশ। এখানেই অন্যদের চেয়ে একটু দ্রুতই ক্রিকেটার উঠে আসে বলেন হ্যালসল।
‘আরও অনেক বড় দলের খুব ভালো ‘এ’ দল ও ইমার্জিং প্লেয়ার্স প্রোগ্রাম থাকে। তার পরও অনেক সময় খেলোয়াড় উঠে আসে না সেভাবে। একদিক থেকে ভাবলে বাংলাদেশের জন্য এটি সুবিধাও যে দ্রুত সরাসরি প্রতিভাবানরা জাতীয় দলে উঠে আসছে। কিন্তু তারপর তাদেরকে উপযুক্ত সমর্থন দিতে হবে।’
হঠাৎ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোতে গুঞ্জন উঠেছিল সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রয়েছে হ্যালসলের। যার কারণেই পদত্যাগ করেছেন তিনি। তবে বিষয়টি মোটেও তেমন নয় জানিয়ে দিয়েছেন হ্যালসল। বরং পরিবারকে আরও সময় দিতেই দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.