বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের শাস্তি কমাতে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-02-11T16:25:23+06:00
আপডেট হয়েছে - 2020-02-11T16:34:33+06:00
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জেতার পর উদযাপনের সময় কথা কাটাকাটি হয় দুই দলের কিছু ক্রিকেটারদের মধ্যে। আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখোমুখিও হতে হয় তাদের। বাংলাদেশের ক্রিকেটারদের শাস্তি কমাতে ব্যবস্থা নিবে বিসিবি।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শুরু থেকেই উত্তেজনা কাজ করছিল বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে। আগে ব্যাট করা
ের ব্যাটসম্যানদের চোখে চোখ রাঙিয়ে কথা বলেছেন বাংলাদেশের বোলাররা। অবশ্য ছেড়ে কথা বলেনি ভারতীয় ক্রিকেটাররাও। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় তারাও একই কাজ করেছে। তবে ম্যাচ শুরুর সেই উত্তেজনা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে ম্যাচ শেষে।





দুই দলের বেশ কয়েকজনের ক্রিকেটারদের মধ্যে ধাক্কাধাক্কির পাশাপাশি কথা কাটাকাটি হলে সেটির বিরুদ্ধে একটি অভিযোগ দেয় ভারত। পুরো ঘটনা নিয়ে গতকাল একটি রিপোর্ট জমা দিয়েছে ম্যাচ রেফারি। রিপোর্ট অনুযায়ী বেশ বড় শাস্তি পেয়েছেন যুবারা। রিপোর্ট অনুযায়ী সর্বমোট পাঁচজন, যার মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুই ভারতীয় ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হয়েছে। শাস্তি বড় হওয়ায় বসে থাকছে না বিসিবি।
শাস্তি কমানোর জন্য আপিল করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী।





“শাস্তির বিষয়টি আমরা জেনেছি। আমাদের ম্যানেজারের কাছ থেকে দেশে ফিরলে রিপোর্ট নেওয়া হবে। বিস্তারিত সবকিছু জেনে এরপর যদি সুযোগ থাকে আমরা ব্যবস্থা নেব, আপিল করব শাস্তি কমানোর।”
ওইদিন ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাংলাদেশের পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন এক ভারতীয় ক্রিকেটার। আইসিসির নিয়ম ভাঙায় বাংলাদেশের তৌহিদ হৃদয় পেয়েছেন ১০টি সাসপেনশন পয়েন্ট। শামিম পেয়েছেন ৮টি এবং রকিবুল পেয়েছেন ৪ সাসপেনশন পয়েন্ট। যা কিনা আগামী দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করে নিন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।